নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় জিজ্ঞাবাবাদের জন্য ফের সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তার জন্যই সেখানে আজ হাজিরা দিতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলেছে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তাঁর কাছে বিনয় মিশ্র সম্পর্কে জানতে চেয়েছে ইডি এবং দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও প্রশ্ন করেছে তারা।
আরও পড়ুন- ফের শুশুনিয়া পাহাড়ে আগুন, শুকনো পাতায় বাড়ছে বিপদ
কয়লা পাচার-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু ইডির তলবকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ তাঁর আর্জি ছিল, ইডির অফিসাররা যেন কলকাতাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন৷ কিন্তু গত ১১ মার্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷ তারপর রবিবার তলবের একদিন আগেই দিল্লি পৌঁছন সস্ত্রীক অভিষেক। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে দিল্লিতে ইডির তলবে হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ। তখন তাঁকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু ইডি জানিয়েছে, সেই সময় অভিষেকের কাছ থেকে সব তথ্য পাননি তারা, বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। তবে এখন কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। তার প্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদ আবার।
এদিকে ইতিমধ্যেই এই ইস্যুতে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষের স্পষ্ট কথা, কেন্দ্রীয় সংস্থা দিয়ে নোংরামি চলছে। বিজেপির কেন্দ্রীয় সরকার এই কাজ করে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বারংবার। তিনি আরও বলেন, বিজেপি আসলে এই সংস্থাগুলিকে ব্যবহার করছে। প্রতিহিংসা নিতে এই ধরণের রাজনীতি করছে বিজেপি বলে তোপ দাগেন কুণাল।