করোনা আক্রান্ত শরদ পাওয়ার, ৯০০ সংসদ কর্মী! প্রশ্নের মুখে বাজেট

করোনা আক্রান্ত শরদ পাওয়ার, ৯০০ সংসদ কর্মী! প্রশ্নের মুখে বাজেট

নয়াদিল্লি: করোনা কাঁটা এখন সব জায়গায়। কিছুদিন আগেই জানা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে ছেয়ে গিয়েছে ভাইরাস। এবার জানা গেল সংসদে করোনা হানা দিয়েছে ব্যাপকভাবে। খবর পাওয়া গিয়েছে, সংসদে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৯০০ কর্মী। এদিকে ভাইরাসের কবলে পড়েছেন ন্যাশেনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। এদিন তিনি নিজেই টুইট করে সংক্রমিত হওয়ার কথা জানান। সব মিলিয়ে এখন বাজেট অধিবেশন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন- বদলে গেল নিয়ম! বিমান সফরে কতগুলি ব্যাগ হাতে রাখা যাবে? সাফ জানাল কেন্দ্র

এদিন শরদ পাওয়ার সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ”আমি করোনা আক্রান্ত হয়েছি কিন্তু চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। যারা আমার সংস্পর্শে বিগত কিছুদিনে ছিলেন তাদের অনুরোধ তারা নিজেদের পরীক্ষা করান এবং নিয়ম মেনে থাকুন।” এদিকে জানা গিয়েছে, সংসদের ৮৭৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সুরক্ষাবিধি মেনে সংসদ চত্বরে মোট ২ হাজার ৮৪৭ জন কর্মীর করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাতেই ৮৭৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এখন বাজেট অধিবেশন নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। এতজন কর্মী একসঙ্গে ভাইরাস আক্রান্ত হওয়ায় কী ভাবে বাজেট অধিবেশন হবে তা বোঝা যাচ্ছে না। তবে শীঘ্র এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও সংসদে ৪০২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ০৬ হাজার ০৬৪ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে হয়েছে ৩ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩২৮ এবং মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৯ হাজার ৮৪৮। এদিকে, গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। এখন তা ২০.৭৫ শতাংশ। টানা ২৭ দিন ধরে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =