কয়েকঘণ্টার মধ্যে ৯ শিশুর মৃত্যু, রাজস্থানের হাসপাতালে চাঞ্চল্য

ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানে। রাজ্যের কোটা শহরে একটি সরকারি হাসপাতালে নয় ঘণ্টার মধ্যে কয়েকজন নবজাতকের মৃত্যু হয়েছে। 

f8e3026bb5a6d6efcb0076e973dd8548

জয়পুর: ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানে। রাজ্যের কোটা শহরে একটি সরকারি হাসপাতালে নয় ঘণ্টার মধ্যে কয়েকজন নবজাতকের মৃত্যু হয়েছে। 

সূত্রের খবর, বুধবার রাতে হাসপাতালে পাঁচ শিশু এবং বৃহস্পতিবার জে কে লন হাসপাতালে আরও চার শিশুর মৃত্যু হয়। তাদের প্রত্যেকেরই বয়স ১ থেকে ৪ দিনের মধ্যে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতালের সুপারিনটেনডেন্ট সুরেশ দুলারা অবশ্য দাবি করেছেন, কোনও অস্বাভাবিক বা গুরুতর কারণ অথবা সংক্রমণের কারণে ওই শিশুদের মৃত্যু হয়। কোটা মেডিকেল কলেজের অধ্যক্ষ এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, জে কে লন হাসপাতালে তিনটি শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অনেকের জন্মগত ত্রুটির কারণে মৃত্যু হয়েছে। বাকি শিশুদের হঠাৎ মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিভাগীয় কমিশনার কে সি মীনা ও জেলাশাসক উজ্জ্বল রাঠোরকে নিয়ে হাসপাতালে একটি বৈঠক করেন। স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবিলম্বে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শুক্রবারের মধ্যে একটি নবনির্মিত ওয়ার্ড চালু করার জন্য ৬ জন অতিরিক্ত ডাক্তার এবং ১০ জন নার্সকে মোতায়েন করার নির্দেশনা দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন৷  তিনি রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নবজাতকের চিকিৎসার প্রতি বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন। প্রসঙ্গত ২০১৯ সালের ডিসেম্বরে, ১০০ টিরও বেশি শিশু হাসপাতালে মারা গিয়েছিল। ফলে সেই সময় পরিস্থিতি বেশ উত্তাল হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *