Lockdown 2.0: এই ৯টি ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড়, ২০ এপ্রিল আংশিক সচল দেশ

Lockdown 2.0: এই ৯টি ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড়, ২০ এপ্রিল আংশিক সচল দেশ

b4f202762416cc2fbc5bbaf2b4aa5e46

 

নয়াদিল্লি: করোনা রুখতে ইতিমধ্যেই বর্ধিত লকডাউনের সময়সীমা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ আর এই বর্ধিত লকউনের মধ্যে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে? তা জানিয়ে এবার ১৫ পাতার গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ নির্দেশিকা অনুযায়ী ২০ এপ্রিলের পরে বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড়৷

১. প্রয়োজনীয় বা জরুরি কোনও পরিষেবা আগের মতোই ছাড়া মিলবে৷ পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হবে৷
২. সমস্ত স্বাস্থ্য পরিষেবা (আয়ুষ সহ) যেমন হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক ইত্যাদিতে কোনও বিধিনিষেধ থাকছে না৷

a08693900dd50f056402a68cf30155cd

৩. সমস্ত কৃষি ক্ষেত্রে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে৷ কৃষি পণ্য সংগ্রহ, কৃষাণমাণ্ডির মাধ্যমে কৃষি বিপণন ও বিক্রি, সার, কীটনাশক ও বীজের উত্পাদন, বিতরণ ও খুচরা বিক্রয়-সহ কৃষিকাজ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ সামুদ্রিক ও অভ্যন্তরীণ মৎস্যজীবীদের ছাড় দেওয়া হচ্ছে৷ দুধ সরবরাহ, দুধজাত পণ্য, হাঁস-মুরগি পালন, পশুপালন, চা, কফি ও রাবার বাগানের অনুমতি দেওয়া হবে৷
৪. আরবিআই ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যেমন এনপিসিআই, সিসিআইএল, পেমেন্ট সিস্টেম অপারেটরদের ছাড় দেওয়া হবে৷ অর্থাৎ ব্যাঙ্কিং পরিষেবায় কোনও বিধিনিষেধ থাকবে না৷

96b1d07e5a0141967e850b4cb6666b4b

৫. সামাজিক দূরত্ব ও ফেস মাস্ক পরা বাধ্যতামূল করা হচ্ছে৷ মাস্ক উৎপাদনে অনুমতি দেওয়া হবে৷
৬. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পসহ গ্রামীণ অঞ্চলে কাজ করা শিল্প, গ্রামাঞ্চলে রাস্তাঘাট, সেচ প্রকল্প, নির্মাণ, জল সংরক্ষণ কাজের অগ্রাধিকার থাকবে৷ ১০০ দিনের কাজ চালু হলেও থাকবে শারীরিক দূরত্ব৷

৭. শারীরিক দূরত্বের রাখতে হবে শহরতলিতে শিল্পেও৷ উত্পাদন ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলিকে অনুমতি দেওয়া হয়েছে৷ আইটি ক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমোদন মিলেছে৷ প্রয়োজনীয় পণ্য ও প্যাকেজিং উত্পাদনে অনুমোদিত দেওয়া হয়েছে৷ কয়লা, খনিজ ও তেল উত্পাদন অনুমোদন দেওয়া হয়েছে৷

e3efc5010b1db271c272f5fac70ba52d

৮. ডিজিটাল অর্থনীতি পরিষেবায় গুরুত্ব দেওয়া হচ্ছে৷ ই-কমার্স, আইটি পরিষেবাগুলির অনুমোদন দেওয়া হয়েছে৷ সরকারী কাজে ডেটা ও কল সেন্টার এবং অনলাইন শিক্ষাদানের মধ্যেও শারীরিক দূরত্ব শেখার বিষয়ে আর্জি জানানো হয়েছে৷
৯. নির্দেশিকায় স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক ক্ষেত্রকে অনুমতি দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় পণ্য সরবরাহ চালু থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *