মুর্শিদাবাদে আল-কায়দার ঘাঁটি, বাংলা-কেরল থেকে ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

মুর্শিদাবাদে আল-কায়দার ঘাঁটি, বাংলা-কেরল থেকে ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি: বড়সড় নাশকতার ছক বানচাল৷ কেরল এবং বাংলায় চিরুনি তল্লাশি চালিয়ে নয় আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)৷ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার ভোরে গ্রেফতার করা হয় এই নয় জঙ্গিকে৷ 

আরও পড়ুন- এবার রেলের যাত্রীভাড়া নির্ধারণ করবে বেসরকারি সংস্থা, অবাধ  স্বাধীনতা দিচ্ছে কেন্দ্র

রাজ্যের মুর্শিদাবাদ এবং কেরলের এরনাকুলামে তল্লাশি চালায় এনআইএ৷ এক অফিসার জানান, ‘‘বাংলা ও কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে আল-কায়দা মডিউল গড়ে ওঠার খবর ছিল এনআইএ-র কাছে৷ দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার ছক কষছিল এই জঙ্গি গোষ্ঠী৷ নিরপরাধ মানুষদের হত্যার ষড়যন্ত্র করা হচ্ছিল৷’’ এদিন বাংলা থেকে গ্রেফতার করা হয় ছয় আল-কায়দা জঙ্গিকে৷ কেরল থেকে ধরা পড়ে তিন জন৷ এই জঙ্গিগোষ্ঠী ভারতে ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল বলেও এনআইএ সূত্রের খবর৷ 

জানা গিয়েছে, কেরল থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিও বাঙালি৷ পরিযায়ী শ্রমিকের বেশে তাঁদের মধ্যেই মিশেছিল এরা৷ মুর্শিদাবাদ এবং এরনাকুলামে এখনও তল্লাশি চালাচ্ছে এনআইএ৷ তদন্তকারী অফিসাররা জানিয়েছে, আরও কিছু জঙ্গি ধরা পড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ এনআইএ-র তরফে জানানো হয়েছে, ‘‘ধৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে ডিজিটাল ডিভাইস, একাধিক তথ্য, জিহাদি সাহিত্য, ধারালো অস্ত্র, দেশী আগ্নেয়াস্ত্র, বর্ম, বিস্ফোরক তৈরির ফর্মুলা বাজেয়াপ্ত করা হয়েছে৷’’ এনআইএ-র তরফে আরও জানানো হয়েছে,‘‘ধৃত জঙ্গিরা সকলেই সোশ্যাল মিডিয়ায় পাক জঙ্গি সংগঠন আল-কায়দার দ্বারা প্রভাবিত হয়েছিল৷ কট্টরপন্থী মনোভাবে উদ্বুদ্ধ হয়েই দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল তারা৷ এর মধ্যে ছিল দিল্লি এনসিআর-ও৷’’ 

আরও পড়ুন- নেই ইন্টারনেট-মোবাইল, বাইকে করেই চলছে রুদ্র স্যারের ‘মহল্লা ক্লাস’

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই জঙ্গিদের মধ্যে কয়েকজন সক্রিয়ভাবে অর্থ সংগ্রহ করছিল৷ আর বাকি কয়েকজন অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতে  দিল্লি যাওয়ার পরিকল্পনা করছিল৷ গ্রেফতার হওয়া জঙ্গিরা হল- মর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস, মোসারফ হোসেন, নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লেউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিতুর রহমান৷ ধৃত জঙ্গিদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য এদিন বাংলা ও কেরল আদালতে তোলা হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =