রামমন্দির প্রতিষ্ঠার অপেক্ষা তিন দশক! অবশেষে ৩০ বছরের মৌনব্রত ভাঙবেন অশিতিপর বৃদ্ধা

রামমন্দির প্রতিষ্ঠার অপেক্ষা তিন দশক! অবশেষে ৩০ বছরের মৌনব্রত ভাঙবেন অশিতিপর বৃদ্ধা

অযোধ্যা: গত ৩০ বছরের অপেক্ষা অবসানের পালা৷ আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তি উন্মোচনের সঙ্গেই মৌনব্রত ভাঙবেন সরস্বতী দেবী৷ ৩ দশকেরও বেশি সময় আগে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি৷ বলেছিলেন, যতদিন না বাবরি মসজিদের জায়গায় রামলালার মূর্তি বসছে, ততদিন তিনি কথা বলবেন না। সেই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছেন। ১৯৯২ সাল থেকে এখনও পর্যন্ত সেই কথা মেনে চলেছেন সরস্বতী দেবী। তবে এবার সেই প্রতিজ্ঞা ভাঙার পালা৷  আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। সেদিনই ৩০ বছরেরও নীরবতা ভেঙে কথা বলবেন সরস্বতী দেবী৷

সরস্বতী দেবীর বয়স ৮৫ বছর৷ তিনি ঝাড়খণ্ডের ধানবাদের কারমাতান্ড গ্রামের বাসিন্দা। ছোট থেকেই রামভক্ত। রামজন্মভূমিতে ভগবাদেন মন্দির প্রতিষ্ঠান অপেক্ষায় তিনি এতগুলি বছর কাটিয়েছেন। যদিও সরস্বতী দেবী সম্পূর্ণ মৌনব্রত পালন করছেন গত ৩ বছর ধরে। ২০২০ সাল পর্যন্ত প্রতিদিন দুপুরে মাত্র ১ ঘন্টার জন্য কথা বলতেন তিনি। তবে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তি স্থাপন করলেন, সেদিন থেকে আর একটিও শব্দ উচ্চারণ করেননি অশিতিপর এই বৃদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *