Aajbikel

কোভিড তথ্য দেওয়াই কাল? প্রায় ৮২ কোটি ভারতবাসীর ‘আধার তথ্য’ ফাঁস

 | 
আধার

নয়াদিল্লি: ডার্ক ওয়েব এবং তথ্য ফাঁস একে অপরের সঙ্গে পাকাপাকিভাবে যুক্ত। তাই ইদানীংকালে কোথাও কোনও ব্যক্তিগত তথ্য দেওয়ার থাকলে ভয়ে ভয়ে থাকেন সাধারণ মানুষ। কারণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু সরকারি কোনও কাজে তথ্য দিলেও যদি তা ফাঁস হয়, তাহলে? অনেকটা এমনই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। আসলে একটি খবর প্রকাশ্যে এসেছে যে, সাড়ে ৮১ কোটি ভারতবাসীর ‘আধার তথ্য’ বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে! জানা গিয়েছে, দেশের শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের সার্ভার থেকেই এই তথ্য চুরি করা হয়েছে। 

সম্প্রতি মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা রিসিকিউরিটি হান্টার ইউনিটের নজরে এসেছে একটি বিজ্ঞাপন। তাতে সাড়ে ৮১ কোটি ভারতবাসীর ‘আধার তথ্য’ বিক্রির জন্য দর হাঁকা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ লক্ষ টাকা। হান্টার ইউনিট জানিয়েছে, গত ৯ অক্টোবর ডার্ক ওয়েবে ‘পিডবলুএন০০০১’ নামের অ্যাকাউন্ট থেকে ওই আধার তথ্যের নিলামের জন্য একাধিক পোস্ট করা হয়েছে। আর এই খবরে চাপের মুখে পড়েছে মোদী সরকার। কারণ কোভিড পরীক্ষা সংক্রান্ত তথ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, আইসিএমআর ও স্বাস্থ্য মন্ত্রকের হাতেই ছিল। সেখান থেকে তথ্য এইভাবে কী করে ফাঁস হল, তা কেউই বুঝে উঠতে পারছে না। 

রিসিকিউরিটির হান্টার ইউনিট আরও জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বারবার সাইবার হানার মুখে পড়েছে আইসিএমআর। এর আগে গত এক বছরে ছ’হাজারেরও বেশি হামলা হয়েছে তাদের সার্ভারে। আর ডার্ক ওয়েবে যে তথ্য ফাঁস হয়েছে তার চারটি নমুনা ‘স্প্রেড শিট’-এর আকারে প্রকাশ্যে আনা হয়েছে। প্রতিটিতে এক লক্ষ ভারতীয়ের তথ্য রয়েছে। যা আসল বলেই ধারণা।  

Around The Web

Trending News

You May like