সীমান্তে ঢুকল বছর আটেকের বালক, পাক সেনার হাতে হস্তান্তর

সীমান্তে ঢুকল বছর আটেকের বালক, পাক সেনার হাতে হস্তান্তর

b3844bbfff86538d74b271ceb2e82914

 
বারমেড়: সলমন খানের জনপ্রিয় হিন্দি ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর রিমেক! ছোট্ট মুন্নিকে তার নিজের দেশ পাকিস্তানে পৌঁছে দিতে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল ভাইজানকে৷ তবে পাকিস্তানে ঢুকে সব বাধা পেরিয়ে মুন্নিকে ফিরিয়ে দিয়েছিল তার ঘরে৷ রিমেক নয়, বাস্তবেও এমনটাই ঘটল৷ কোনওভাবে ভারতীয় সীমান্তে চলে এসেছিল পাকিস্তানের এক বালক৷ বয়স আট বছর৷ বিএসএফ জওয়ানদের দেখেই ঘাবড়ে গিয়ে কাঁদতে শুরু করে সে৷ ভারতীয় জওয়ানরা বিস্কুট, চকোলেট দিয়ে প্রথমে তার কান্না থামায়। তারপর নাম জিজ্ঞাসা করতে, সে বলে করিম৷ এখানে বজরঙ্গি ভাইজানের কাজটা করেন কোনও বাধা ছাড়াই ভারতীয় সৈনিকরা৷ ফ্ল্যাগ মিটিং করে পাক সেনার হাতে তুলে দেওয়া হয় করিমকে।

শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ রাজস্থানের বারমেড় জেলায় পাক সীমান্ত লাগোয়া গ্রাম থেকে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে একটি বছর আটেকের বালক। বিএসএফ জওয়ানদের তা নজরে পড়ে যায়। জওয়ানরা তার কাছে এগিয়ে যেতেই ঘাবড়ে যায় এবং কান্না জুড়ে দেয় বাচ্চাটি। সেই কান্না থামাতে হিমশিম খেতে হয় জওয়ানদের। জল, বিস্কুট, চকোলেট দিয়ে অনেক কষ্টে তার কান্না থামাতে সমর্থ হন বিএসএফ জওয়ানরা৷ জওয়ানদের প্রশ্নের উত্তরে সে জানায়, তার নাম করিম খান৷ বাবার নাম দমন খান৷ বাড়ি পাকিস্তানের নাগরপার্কার জেলায়৷ এরপর করিমকে নিজেদের হেফাজতে নেয় বিএসএফ এবং পাকিস্তানি রেঞ্জার্সদের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের হাতে তুলে দেওয়া হয় করিমকে। পাক সেনার হাতে তুলে দেওয়ার সময় করিম একদম সুস্থ ছিল৷

গুজরাট ফ্রন্টিয়ারের ডিজিপি এম এল গর্গ বলেছেন, ‘শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ একটি বাচ্চা ছেলে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। জওয়ানরা এরপর বাচ্চাটিকে পাক রেঞ্জার্সের হাতে তুলে দেন। ভারতীয় সেনার প্রশংসা করা হয়েছে পাক রেঞ্জার্সের তরফে।’ এমন একটি প্রশংসনীয় ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয়ে পারে! আর ভাইরাল হতেই লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ বিএসএফ জওয়ানদের প্রশংসায় উচ্ছ্বসিত নেট দুনিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *