পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ, যোগীর রাজ্যে মৃত্যু ৮ পুলিশকর্মীর

পুলিশ-দুষ্কৃতী সংঘর্ষ, যোগীর রাজ্যে মৃত্যু ৮ পুলিশকর্মীর

a59865e5c38ba4f23c8f3f2801ee0399

কানরপুর:  খুনের মামলায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে সংঘর্ষে মৃত্যু হল ৮ পুলিশকর্মীর৷ শুক্রবার ভোরে পুলিশ গ্রামে পৌঁছতেই ওই দুষ্কৃতী ও তার সাগরেদরা তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে৷ এই ঘটনায় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র কুমার মিশ্র সহ মৃত্যু হয়েছে তিন সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবলের৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চার পুলিশকর্মী। অন্যদিকে, পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে অন্তত তিন জন দুষ্কৃতীর৷ ঘটনাটি ঘটেছে লখনউ থেকে ১৫০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের কানপুরের দিকরু গ্রামে৷ নিহত পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ 

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বিকাশ দুবে নামে ওই কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে দিকরু পৌঁছয় তিনটি থানার পুলিশ৷ দীর্ঘ দিন ধরেই পুলিশের খাতায় ওয়ান্টেড বিকাশ৷ ৬০টিরও বেশি মামলা রয়েছে তার নামে৷ সম্প্রতি একটি খুনের মামলায় নাম জড়ানোর পরই তাকে গ্রেফতার করার ছক কষে পুলিশ৷ বিকাশকে গ্রেফতার করতে পরিকল্পনা করেই দিকরু গ্রামে পৌঁছয় পুলিশের দল৷ কিন্তু সেখানে পৌঁছনোর পরই দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা করে৷ শুরু হয় গোলাগুলি৷ সুপরিকল্পিতভাবে বাড়ির ছাদে উঠে তিনদিক দিয়ে ঘিরে ধরে দুষ্কৃতীরা পুলিশের উপর গুলি চালিয়েছে বলে জানান কানপুর পুলিশ প্রধান  দীনেশ কুমার৷ 

উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এইচসি আবাস্তি বলেন, এদিন গ্রামে ঢোকার মুখে রাস্তা বন্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা৷ পুলিশ গাড়ি থেকে নেমে রাস্তা খুলে গ্রামে ঢোকার চেষ্টা করতেই শুরু হয় এলোপাথাড়ি গুলি৷ সংঘর্ষে মৃত্যু হয় আট পুলিশকর্মীর৷ তবে বিকাশকে ধরা যায়নি৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ডিজিপি এইচসি অবস্তীকে নির্দেশ দিয়েছেন তিনি৷ কানপুরের এডিজি জেএন সিংহ জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় কনৌজ ও কানপুরের দেহাত থেকে বিশাল পুলিশবাহিনী নিয়ে আসা হয়েছে গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *