পে কমিশন: আরও বেশি DA পেতে পারেন সরকারি কর্মচারীরা

পে কমিশন: আরও বেশি DA পেতে পারেন সরকারি কর্মচারীরা

 

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে জানুয়ারি থেকে জুন ২০২০ পর্যন্ত বর্ধিত মহার্ঘ ভাতার অপেক্ষায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর৷ শ্রম মন্ত্রকের এআইসিপিআই (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স) অনুযায়ী, মুদ্রিস্ফীতি আরও প্রায় ২ পয়েন্ট বাড়ানো হতে পারে৷ শ্রম মন্ত্রকের এই তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে৷ যদিও যা কার্যকর হবে ২০২১ সালের জুলাই মাস থেকে৷ 

আরও পড়ুন- এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জীবন প্রমাণ পাবেন পেনশনভোগীরা

 

জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর, বছরে মোট দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়। মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বর্ধিত ডিএ দেওয়া হয়। তবে কখনোই মূল বেতনের ৫০ শতাংশের বেশী ডিএ দেওয়া হয় না। 

আরও পড়ুন – মিলবে না পেনশন, সরকারি কর্মচারীদের স্বেচ্ছাবসর প্যাকেজে ‘আচ্ছে দিনে’র আতঙ্ক

 

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা পয়ে থাকেন৷ করোনা  প্যান্ডিমিকের জেরে ২০২১ সাল পর্যন্ত মহার্ঘ ভাতা স্থগিত রাখা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার বর্ধিত ডিএ ঘোষণা করলেও ২০২১ সালের জুলাই মাসের আগে তা মিলবে না৷ আগামী বছর জুলাই থেকেই তা মাসিক বেতনের সঙ্গে যোগ করা হবে৷ এদিকে, ২০২১ পর্যন্ত ডিএ স্থগিত রাখার ফলে ৩৭০০০ কোটি টাকা লাভ হবে সরকারের৷  

দেখে নিন হিসেব-
CPI(IW)BY2001=100 DA% Monthly Increase 
ডিসেম্বর ২০১৯ ৩৩০ ২১.৪৩ 
জানুয়ারি ২০২০ ৩৩০ ২২.১৬ 
জুন ২০২০ ৩৩২ ২৪.৯৪ 

আরও পড়ুন – সুখবর, পড়ুয়াদের নতুন ৩টি বৃত্তি দিচ্ছে মমতা সরকার, শুরু আবেদন

 

ডিএ এবং ডিআর স্থগিত প্রসঙ্গে প্রজ্ঞারাজ কেন্দ্রীক এজি অফিস ব্রাদারহুডের চেয়ারম্যান হরিশঙ্কর তিওয়ারি বলেন, পরিস্থিতির জন্য ডিএ এবং ডিআর স্থগিত করা হলেও, পরে বৃদ্ধির মাধ্যমে সমতায় ফিরিয়ে আনা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =