মর্মান্তিক দুর্ঘটনা, BJP বিধায়কের ছেলে-সহ মৃত ৭ ডাক্তারি পড়ুয়া, শোকপ্রকাশ মোদীর

মর্মান্তিক দুর্ঘটনা, BJP বিধায়কের ছেলে-সহ মৃত ৭ ডাক্তারি পড়ুয়া, শোকপ্রকাশ মোদীর

মুম্বই:  মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ সাত ডাক্তারি পড়ুয়াকে নিয়ে উল্টে গেল গাড়ি। রাতের অন্ধকারে তখন বেশ জোড়েই ছুটছিল গাড়ি৷ আচমকা গাড়ির সামনে চলে আসে একটি বন্য জন্তু। ওই জন্তুটাকে বাঁচাতে গিয়েই জোড়ে ব্রেক কষেন চালক৷  কিন্তু আচমকা ব্রেকের অভিঘাতে গাড়ি উল্টে ব্রিজ থেকে পড়ে যায় ৫০ ফুট নীচে৷ অকুস্থলেই মৃত্যু হয় সাত ডাক্তারি পড়ুয়ার। মৃতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়কের ছেলেও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ারধা-ইয়াভাতমল সড়কে৷ এই ঘটনা শোকপ্রকাশ করে আর্থিক সহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন- সিধুকে মন্ত্রী করার সুপারিশ এসেছিল পাকিস্তান থেকে! বিস্ফোরক অমরিন্দর

সোমবার রাত ১১টা নাগাদ সেলসুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ ৭ জন ডাক্তারি পড়ুয়াকে নিয়ে ওয়ার্ধার দিকে যাচ্ছিল একটি জাইলো গাড়ি৷ ওয়ার্ধা-ইয়াভাতমল সড়কে একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়৷ প্রাথমিক তদন্তে জানা যায়, গাড়িটির সামনে একটি জন্তু চলে আসায় পড়িমড়ি ব্রেক কষেন চালক৷ গাড়ির গতিবেগ বেশি থাকায় গাড়িতে উল্টে যায়৷ গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের৷ নিহত ডাক্তারি পড়ুয়াদের মধ্যে রয়েছেন তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাঙডালের ছেলে আবিষ্কার৷ বাকিরা হলেন নীরজ চৌহান, নীতিশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল এবং পবন শক্তি৷ নীরজ চৌহন এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র৷ বাকিদের মধ্যে অধিকাংশই ফাইনাল ইয়ারের ছাত্র বলে জানা গিয়েছে৷

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেন, মৃতদের পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =