দেশের প্রতিরক্ষায় ঢালাও বিদেশি বিনিয়োগ, আত্মনির্ভরতার ধ্বজা ওড়ালেন মোদী

দেশের প্রতিরক্ষায় ঢালাও বিদেশি বিনিয়োগ, আত্মনির্ভরতার ধ্বজা ওড়ালেন মোদী

 

নয়াদিল্লি:  প্রতিরক্ষা নির্মাণ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণভাবে ৭৪ শতাংশ এফডিআইয়ের ঘোষণার ফলে দেশে প্রতিরক্ষাক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়েছে। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষামন্ত্রকের আয়োজিত আত্মনির্ভর ভারত ডিফেন্স ইন্ডাস্ট্রি আউটরিচ ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি।

তিনি বলেন বহু বহু বছর ধরে ভারত বিশ্বের প্রতিরক্ষা সামগ্রী আমদানি ক্ষেত্রে একটি বড় স্থান দখল করে রেখেছে। স্বাধীনতার সময় থেকেই দেশে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ ক্ষেত্রে বড়সড় সম্ভাবনা ছিল। একশ বছর ধরে সেই নির্মাণের ক্ষেত্রও প্রস্তুত করা হয়। সেসময়ের মত উপযুক্ত পরিস্থিতি আর কোনও দেশের ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর দাবি সেদিকে যথেষ্ট নজর দেওয়া হয়নি। তাঁর দাবি ভারতের থেকে অনেক পিছিয়ে থাকা দেশও গত পঞ্চাশ বছরে এসব ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে গেছে। তিনি বলেন এখন দেশের পরিস্থিতি অনেক বদলে গেছেয় দেশের সরকারের উদ্দেশ্য দেশে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ বাড়ানোর দিকে নজর দেওয়া। দেশে নতুন নতুন প্রযুক্তির বিকাশ ও ব্যবহার হোক। প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারী বিনিয়োগের বিস্তার চান বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য তিনি লাইসেন্সিং পদ্ধতির নবীকরণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, রফতানি ক্ষেত্রের নিয়মের জটিলতা কাটানোর মত বিষয়ে নজর দেওয়ার কথা এদিন বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রতিরক্ষাক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়েছে। তাঁর দাবি অটলবিহারী বাজপেয়ীর সময় শুরু হওয়া বিদেশি বিনিয়োগের রাস্তা তাঁর সরকারের আমলে সবচেয়ে বেশি খুলে গেছে। তিনি বলেন, ৭৪ শতাংশ পর্যন্ত প্রতিরক্ষা খাতে এফডিআই বিনিয়োগ দেশে এক নতুন দিশা খুলে দিয়েছে। মোদি বলেন এতদিন ধরে চরমপন্থীরা বিদেশি বিনিয়োগের পথ বন্ধ করে দেশের ক্ষতি করেছেন। প্রতিরক্ষা কারখানগুলিতে নির্মাণ শ্রমিকদের দক্ষতা এতদিন পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল। বিদেশি বিনিয়োগের ফলে সেই দক্ষতা আরো ব্যাপক স্তরে ছড়িয়ে পড়বে বলে তিনি মনে করেন। তিনি বলেন বিদেশি বিনিয়োগের জেরে দেশে নির্মিত সরঞ্জাম বাইরে বিক্রি করা সহজ হবে। এফডিআইয়ের ফলে দেশের কারখানাগুলিরও বরাত পাওয়ার পরিমাণ বাড়বে বলে মোদি দাবি করেন। এই বরাত সুনিশ্চিত করতে প্রতিরক্ষামন্ত্রকের ক্যাপিটাল বাজেটের একটি অংশ ভারতে তৈরী উপকরণের জন্য রাখা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান।

তিনি বলেন তাঁর সরকার প্রথম থেকে রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্মে নজর দিয়েছে। রেড টেপিজম কম করে রেড কার্পেট বিছিয়ে দেওয়াই তাঁর সরকারের কাজ বলে দাবি করেন মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ওয়েবিনারে এদিন তাঁর বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। ওয়েবিনারের আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা সারেন। বিভিন্ন বিষয় উঠে আসে সেই আলোচনায়। তিনি জানান সমগ্র আলোচনা যথেষ্টই সদর্থক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =