বর্ধিত লকডাউনে ৭টি জরুরি নির্দেশ মোদির

বর্ধিত লকডাউনে ৭টি জরুরি নির্দেশ মোদির

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবেলায় আরও এক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা সংক্রমণ রুখতে আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ একইসঙ্গে এই লকডাউন পরিস্থিতির মধ্যে গোটা দেশবাসীকে ৭টি জরুরি নির্দেশ পালনের বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বয়স্ক, প্রবীণ নাগরিকদের বিশেষ নজর দিন৷ বিশেষ করে এমন ব্যক্তি যাদের অন্য কোনও অসুখ আছে, আগে থেকেই তাঁদের প্রতি নজর দেওয়া জরুরি৷ তাঁদের প্রতি আমাদের অতিরিক্ত দেখভাল করা প্রয়োজন৷ কারণ প্রবীণ নাগরিকদের করোনা থেকে বাঁচিয়ে রাখতে হবে৷’’

মোদির পরামর্শ, ‘‘লকডাউন ও সামাজিক দূরত্বের লক্ষণরেখা পুরোপুরি আমাদের পালন করতে হবে৷ ঘরে তৈরি মাস্ক বাধ্যতামূলক ভাবে ব্যবহার করুন৷ তৃতীয়, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আয়ুষ মন্ত্রকের নির্দেশ দেওয়া আছে৷ সেই সমস্ত নির্দেশ পালন করুন৷ চতুর্থ, সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করুন৷’’

‘‘পঞ্চম, যতটা পারা যায়, ততটা গরিব পরিবারের সহযোগিতা সাহায্য কর ওদের খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করুন৷ ষষ্ঠ, আপনি আপনার ব্যবসা, আপনার উদ্যোগের সঙ্গে কাজ করা এমন শ্রমিকদের প্রতি সংবেদনশীল হন৷ কাউকে কাজ থেকে না বের করে দেবেন না৷ সপ্তাম, দেশে কর যোদ্ধা ডাক্তার, নার্স, সাফাই কর্মী, পুলিশকর্মীদের সম্মান করুন৷ ওঁদের গর্বিত করুন৷’’ এই ‘সপ্তপদী’ নির্দেশ পালন করেই করোনার বিরুদ্ধে জয় আসবে বলে বার্তা দেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =