সংসদে ‘রং হামলা’! ৮ অফিসারকে সাসপেন্ড করল লোকসভা

সংসদে ‘রং হামলা’! ৮ অফিসারকে সাসপেন্ড করল লোকসভা

নয়াদিল্লি: সংসদে রং হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ৷ বুধবার সংসদের অন্দরে হামলা চালায় ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ৷ তদন্তে নেমে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য৷ গোয়েন্দাদের নজরে এসেছে একটা সোশ্যাল মিডিয়া পেজ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  রীতিমতো ছক কষে সংসদে ‘হামলা’ চালানো হয়েছে। ইতিমধ্যে বেআইনি কার্যকলাপ বিরোধী আইন UAPA-র আওতায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। কী ভাবে হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে সংসদের নিরাপত্তা ব্যবস্থায় যে বড়সড় গলদ ছিল, তা নিয়ে সন্দেহ নেই গোয়েন্দাদের। বিষয়টি মেনে নিয়েছে লোকসভার সচিবালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ কমিটির তদন্ত চলার মাঝেই সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থায় গলদ থাকার অভিযোগে আট নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করা হল৷ প্রাথমিকভাবে যে ব্যক্তিকে মাস্টারমাইড বলে মনে করা হচ্ছিল, সেই ব্যক্তি আদতে মূল চক্রী নয়। বরং এর পরিছনে অপর এক ব্যক্তি রয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *