প্রেমিকার ‘না’র প্রতিশোধ নিতে বাড়ি-গাড়িতে আগুন, মৃত ৭

প্রেমিকার ‘না’র প্রতিশোধ নিতে বাড়ি-গাড়িতে আগুন, মৃত ৭

ইন্দোর: প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি প্রেমিকা। হাজারো অনুনয়-বিনয়ের পরেও হয়নি কোনও লাভ। তার জেরেই প্রতিহিংসা নিতে প্রেমিকার গাড়িতে আগুন লাগায় প্রাক্তন প্রেমিক। কিন্তু ফল হল উল্টো। যুবকের লাগানো আগুনে প্রেমিকার গাড়ি তো জ্বললই, তার সঙ্গেই পুরে ছাই হয়ে গেল আস্ত একটি আবাসন। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবকের এই প্রতিহিংসার বলি হতে হল ৭ জন নির্দোষ মানুষকে। জানা যাচ্ছে প্রেমিকা না করার পরেই শনিবার সকালে ইন্দোরের বিজয়নগরের একটি আবাসনে আগুন লাগিয়ে দেয় ওই যুবক। আর সেই অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এলাকায়। কোনও মানুষের প্রতিহিংসা যে এত ভয়াবহ হতে পারে তা কার্যত কল্পনাতীত।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালের। এদিন সকালে বিজয়নগর এলাকার একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কথা প্রকাশ্যে আসে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছেবলে খবর পাওয়া যায় এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐ আবাসনের অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে কয়েকজনকে প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে ঝাঁপ পর্যন্ত দিতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা অল্প সময়ের মধ্যেই গোটা আবাসনকে নিজের গ্রাসে নিয়ে আসে। ফলে দমকলকর্মীরা উদ্ধার কাজ চালানোর আগেই কার্যত সব শেষ। এরপরেই তদন্ত শুরু করে বিজয়নগর এলাকার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল অগ্নিকান্ডের আসল কারণ শর্ট সার্কিট। কিন্তু বিষয়টি একটু গভীরভাবে দেখার পরেই জানা যায় এই গোটা অগ্নিকাণ্ডের পিছনে হাত রয়েছে স্থানীয় এক যুবকের।

ইন্দোর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে  শুভম দীক্ষিত নামের বছর সাতাশের এক যুবক ঐ আবাসনেরই বাসিন্দা। ঐ আবাসনের তৃতীয় তলে এক যুবতীর সঙ্গে সে লিভ ইন করত। কিন্তু কয়েক সপ্তাহ আগে মেয়েটির সঙ্গে তার বিচ্ছেদ হয় এবং ওই যুবতী সুমনকে ছেড়ে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক জড়ানোর পড়ে। এরপরই ক্রোধে কার্যত উন্মাদ হয়ে যায় অভিযুক্ত এই যুবক। এর মধ্যেই জানা যায় ওই প্রেমিকার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু জানতে পারে আর মাথা ঠিক রাখতে পারেনি শুভম। রাগে শনিবার সকালে সে প্রমিকার স্কুটিতে আগুন লাগিয়ে দেয়। উদ্দেশ্য ছিল প্রাক্তন প্রেমিকার গাড়ি পুড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু সেই আগুনই মুহুর্তের মধ্যে এমন ভয়ানক রূপ ধারণ করে যে গোটা বিল্ডিংয়ে কয়েক মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ওই অগ্নিকাণ্ডেই তিনতলা আবাসন কার্যত পুড়ে ছাই হয়ে যায়। জীবন্ত দগ্ধ হয়ে ওই আগুনে মৃত্যু হয় ৭ জনের। অন্যদিকে ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত শুভমের আর কোনও হদিস পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলাও দায়ের হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =