এই ৫৮ আসনে গতবার কতটা এগিয়েছিল বিজেপি?

দিল্লি: আজ, ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে যে ৫৮টি আসনে ভোট হচ্ছে, ২০১৯ সালে এর মধ্যে ৪০টিতেই জয়ী…

দিল্লি: আজ, ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে যে ৫৮টি আসনে ভোট হচ্ছে, ২০১৯ সালে এর মধ্যে ৪০টিতেই জয়ী হয়েছিল বিজেপি।

আজ যেখানে যেখানে ভোট, তার মধ্যে হরিয়ানার ১০, দিল্লির ৭, বাংলার ৫, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, ওড়িশার ২, উত্তরপ্রদেশের ৯টি আসনে গতবার জয়ী হয়েছিল এনডিএ। এর মধ্যে কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি গতবার। ৩টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস (পরে অবশ্য দুই আসনের সাংসদ বিজেপিপন্থী হয়ে গিয়েছিলেন), একটিতে ন্যাশনাল কনফারেন্স এবং একটিতে সমাজবাদী পার্টি। এদিকে এর মধ্যে থেকে উত্তরপ্রদেশে ৪টি আসনে ময়াবতীর বহুজন সমাজ পার্টি এবং ওড়িশার ৪টি আসনে নবীন পট্টনায়েকের বিজু জনতা দল জয়ী হয়েছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে।

এদিকে আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট হবে বাংলার আটটি আসনে।
২০১৯ সালের নির্বাচনে এই ৮টি আসনের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছিল বিজেপি। তমলুক এবং কাঁথিতে তৃণমূল জিতলেও পরে এখানকার সাংসদরা হয়ে গিয়েছিলেন ‘বিজেপিপন্থী’। তবে ২০২১ সালের নিরিখে জঙ্গলমহলের আসনগুলোতে তৃণমূল তাদের জমি কিছুটা ফিরে পেয়েছিল।

মোদ্দা কথা, ২০১৯ সালে এনডিএ পেয়েছিল ৫১.৩৬ শতাংশ ভোট। ইন্ডিয়া জোটে থাকা দলগুলো সব মিলিয়ে পেয়েছিল মাত্র ২৮.৬৬ শতাংশ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *