ভয়ঙ্কর বাজ! দেশের তিন রাজ্য মিলিয়ে একদিনে মৃত্যু ৬৮ জনের

ভয়ঙ্কর বাজ! দেশের তিন রাজ্য মিলিয়ে একদিনে মৃত্যু ৬৮ জনের

ecda77a9554af6fe7e269b997ba2a4e2

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের চিন্তা কম নেই। সার্বিকভাবে দেশের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না এখনই। এই আবহে আবার বজ্রপাতে একদিনে মৃত্যু হল ৬৮ জনের! এর পাশাপাশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন। দেশের তিন রাজ্য মিলিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই শোক বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশে গতকাল বাজ পড়ে মৃত্যু হয়েছে ৬৮ জনের। এর মধ্যে রাজস্থানের জয়পুরের একটি ওয়াচ টাওয়ারে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের! গোটা ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর। তথ্য বলছে, মোট মৃতদের মধ্যে শুধু উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৪১ জনের! রাজস্থানে ২০ জনের মৃত্যু হয়েছে এবং মধ্যপ্রদেশে ৭ জনের। জয়পুরের যে ওয়াচ টাওয়ারে ১১ জনের মৃত্যু হয়েছে সেখানে ৪০ মিনিটের মধ্যে দু’বার বাজ পড়েছিল। এই ঘটনায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই। গোটা ঘটনায় হিন্দিতে টুইট করে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রাজস্থানের কিছু এলাকায় বজ্রাঘাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী গভীর সমবেদনা সমবেদনা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *