নয়াদিল্লি: চিন থেকে আসা কিটের গুণগত মান নিয়ে বেশকিছু দিন ধরেই প্রশ্ন তুলছিল বিভিন্ন দেশ৷ এবার আঙুল তুলল ভারত৷ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, চিন থেকে যে ১,৭০,০০০ পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই এসে পৌঁছেছে, তার মধ্যে ৬৩,০০০ কিটের মান ভালো নয়। ডিআরডিএ এই কিট পরীক্ষা করে জানায়, চিন থেকে আসা সব কটি কিট ভারতীয় মান উত্তীর্ণ করতে পারেনি।
চিনের একটি বড় বেসরকারি সংস্থাকে টেস্টিং কিটের বরাত দিয়েছে ভারত৷ চিনের শুক্ল বিভাগের ছাড়পত্র নিয়ে আরও ৩ লক্ষ কোভিড-১৯ টেস্টিং কিট ইতিমধ্যে রওনা দিয়েছে দিল্লির পথে৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ২০ থেকে ৩০ লক্ষ অ্যান্টিবডি কিটস ভারতে এসে পৌঁছবে৷ ৮ এপ্রিলের মধ্যেই কেন্দ্রের হাতে পৌঁছেছে ৭ লক্ষেরেও বেশি কিট৷ কিন্তু প্রশ্ন উঠেছে এই কিটের মান নিয়ে৷ এর আগে চিনের বিরুদ্ধে অন্তর্বাস দিয়ে তৈরি মাস্ক পাঠানোর অভিযোগ এনেছিল পাকিস্তান৷ এন-৯৫ মাস্কের নামে অন্তর্বাস দিয়ে তৈরি মাস্ক পাকিস্তানে পাঠিনো হয়েছিল৷ গুণমান যাচাই না করেই করাচির কাতার হাসপাতালে ওই মাস্ক পাঠানো হয়৷
About 63,000 Personal protective equipment(PPE) kits which arrived from China recently did not fulfill the criteria: Health Ministry Sources pic.twitter.com/aTH2GR4my1
— ANI (@ANI) April 17, 2020