৬২তম জন্মদিনে ৬২.৪ কোলিমিটার দৌড় ‘যুবকে’র, উদ্বুদ্ধ নেটিজেনরা

৬২তম জন্মদিনে ৬২.৪ কোলিমিটার দৌড় ‘যুবকে’র, উদ্বুদ্ধ নেটিজেনরা

নয়াদিল্লি: অতিমারির এই পরিস্থিতিতে চারিদিকে যখন শুধুই নিরাশা, তখন অনুপ্রেরণার নতুন মশাল জ্বালালেন ৬২ বছরের এই বৃদ্ধ৷ নিজের ৬২ তম জন্মদিনে ৬২ কিলোমিটারের বেশি পথ দৌড়ালেন তিনি৷ সকলের সামনে ফিটনেসের নতুন লক্ষ্য স্থির করে দিলেন পানিপথের জসমির সিং সান্ধু৷ 

 

হরিয়ানার পানিপথের বাসিন্দা জসমির সিং সান্ধুকে লোকে ‘ফ্লায়িং সান্ধু’ নামেও চেনে৷ ৬২ বছরের সান্ধু এখনও তরতাজা যুবক৷ গত ২৫ অগাস্ট নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি৷ সেখানে জসমির বলেন, ‘‘আমার জীবনের ৬২ বছর পূর্ণ করলাম৷ এই উপলক্ষে ৬২.৪ কিলোমিটার দৌড় শেষ করলাম আমি৷’’ একটি গাড়ি থেকে তাঁর দৌড়নোর ভিডিয়োটি তোলা হয়েছে৷ টুইটার পোস্টের সঙ্গে সেই ভিডিয়োটিও আপলোড করা হয়েছে৷ 

আরও পড়ুন- BREAKING: মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, খারিজ আবেদন

নিজের বাড়ির সামনে থেকেই দৌড় শুরু করেছিলেন ৬২-র এই ‘তরুণ’৷ ৭ ঘণ্টা ৩২ মিনিটে ৬২.৪ কিলোমিটার পথ দৌড়ে পার করেন তিনি৷ টুইটারে পোস্ট করা ভিডিয়োতে রাস্তা দিয়ে স্পষ্ট দৌড়তে দেখা গিয়েছে ‘ফ্লায়িং সান্ধু’-কে৷ তাঁর ওই পোস্টটি ৫.২ লক্ষ ভিউ পেয়েছে৷ উপচে পড়েছে কমেন্ট বক্স৷ নিজেদের কমেন্টে তাঁকে অকুণ্ঠ উৎসাহ জুগিয়েছেন নেট নাগরিকরা৷ সান্ধুর এই উদ্যমকে কেউই কুর্নিশ না জানিয়ে থাকতে পারেননি৷ তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের কামনা করেছে অনেকেই৷ অনেকে আবার জানতে চেয়েছেন তাঁর সুস্বাস্থ্যের রহস্য৷

আরও পড়ুন- জানুয়ারিতে বাবা হচ্ছেন কোহলি! অভিনন্দনের বন্যায় ভাসছেন বিরুষ্কা

তবে এই প্রথম নয়৷ এর আগেও সংবাদ শিরোনামে উঠেছে এসেছেন জসমির সিং সান্ধু৷ এ বছর জয়সলমেরে ফুল ম্যারাথনে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন তিনি। ২০১০ সালে হৃদরোগ দেখা দিয়েছিল জসমিরের। সুস্থ হয়ে উঠার পর প্রথমে ধীরে ধীরে হাঁটা, তারপর দৌড়নো শুরু করেন। সেই দৌড়ই তাঁকে ম্যারথনের মাঠে পৌঁছে দেয়। এবার তিনি ঠিক করেছেন, প্রতি জন্মদিনে যত বছরে পা দেবেন, তত কিলোমিটার পথ দৌড়বেন। অর্থাৎ পরের বছর ৬৩ কিলোমিটার দৌড়নোর লক্ষ্যেই এগোচ্ছেন তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 4 =