৬ থেকে ১২ বছর বয়সীদের টিকায় অনুমোদন, কোন ভ্যাকসিন এল

৬ থেকে ১২ বছর বয়সীদের টিকায় অনুমোদন, কোন ভ্যাকসিন এল

নয়াদিল্লি: বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে করোনার ‘এক্সই’ রূপ, সব নিয়ে চিন্তার কোনও শেষ নেই। মনে করা হচ্ছে এই রূপগুলির জন্যই দেশে ফিরে আসছে করোনা, চতুর্থ ঢেউ নিয়ে। তাই জন্য শিশুদের নিয়েও আলাদা চিন্তা রয়েছেই। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছরের শিশুদের শরীরে প্রয়োগের জন্য কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

আরও পড়ুন- অপারেশন পরাক্রম থেকে রাষ্ট্রপুঞ্জের মিশন, নয়া সেনাপ্রধান মনোজ পাণ্ডের সেনা জীবন

সূত্রের খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট কমিটি ভারত বায়োটেকের কাছ থেকে তাদের ভ্যাকসিনের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছিল। ২ থেকে ১২ বছর বয়সিদের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখার পরেই এই অনুমোদন দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এই ভ্যাকসিনের পাশাপাশি বায়োলজিক্যাল ই-র কোরবেভ্যাক্স ভ্যাকসিনকে ৫ থেকে ১২ বছর বয়সিদের জন্য জরুরু ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। আপাতত এই ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ১২-১৮ বছরের শিশুদের দেওয়া চলছে দেশে। অন্যদিকে, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা দিয়ে চলছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। গত ৩ জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ।

দেশের করোনা পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে মনে হলেও দিল্লির সংক্রমণ মারাত্মক বৃদ্ধি পেয়েছে বিগত কয়েক দিনে। তাই বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন যে আবার না আগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের করোনা কালে প্রথম থেকে সংক্রমণের শীর্ষে ছিল মহারাষ্ট্র। এখন আশঙ্কা, দিল্লি যেন তার জায়গা না নিয়ে নেয় নতুন করে। করোনার চতুর্থ ঢেউ নিয়ে তাই আশঙ্কা দেশ জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =