জম্মুতে একই পরিবারের ছয় সদস্যের রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

জম্মুতে একই পরিবারের ছয় সদস্যের রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

শ্রীনগর: উপত্যকায় একের পর এক নাশকতা হামলার পর এবার জম্মুতে একই পরিবারের ছয়জনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মাথাচাড়া দিল নতুন উত্তেজনা। জানা যাচ্ছে সম্প্রতি জম্মুর সিদরা অঞ্চলের পাশাপাশি দুটি বাড়ি থেকে একই পরিবারের ওই ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। এরমধ্যে চারটি দেহ মাটিতে পড়েছিল এবং পাশের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও দুটি দেহ। এই ছয়জনই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তবে ঠিক কি কারণে তাঁদের মৃত্যু হয়েছে তাই এখনো স্পষ্ট নয়। মৃত্যুর কারণ নিয়ে ধ্বন্ধে পুলিশ। অন্যদিকে এই রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি শোরগোল পড়েছে গোটা এলাকায়।

 উল্লেখ্য মাত্র মাঝখানেক আগেই উত্তরপ্রদেশে এই একই রকমভাবে একই পরিবারে ছয় সদস্যের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। তাদের দেহও এইভাবেই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছিল। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল জম্মুতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নাসিমা আখতার ও রুবিনা বানো ও ছেলে জাফর সলিম। এছাড়াও সাকিনার আরও দুই আত্মীয় নূর উল হাবিব এবং সাজিদ আহমেদের দেহ উদ্ধার হয়েছে এদিন। জম্মুর সিদরা এলাকায় একটি বাড়িতে থাকত পরিবারটি। সেখান থেকেই এদিন সকালে দেহ উদ্ধার করে পুলিশ। জম্মুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬টি দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। বাড়িটিকে সিল করে মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

 এই ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীরা জানিয়েছেন গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ওই দুই বাড়ি থেকে কোন ব্যক্তির সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল থেকেই ডাকাডাকি করার পরেও কোনো সাড়াশব্দ মেলে নি। এরপর এই এলাকাবাসীরা বাড়ির ভিতরে ঢুকে দেখেন ঘরের মধ্যে পরপর চারজনের মৃতদেহ পড়ে রয়েছে। একইভাবে পাশের বাড়ির থেকেও দুই মহিলার দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগে অর্থাৎ গত সপ্তাহ থেকেই একের পর এক নাশকতামূলক হামলায় উত্তপ্ত ভূস্বর্গ। ইতিমধ্যেই পরপর পাঁচবার জঙ্গি হামলায় নিরাপত্তারক্ষী মোট ৬ জনের মৃত্যু হয়েছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায়। গতকাল অর্থাৎ মঙ্গলবার জঙ্গিদের ছোঁড়া গুলিতে এক কাশ্মীরি পণ্ডিতেরও প্রাণ গিয়েছে বলে খবর। এমতাবস্থায় নতুন করে মাথাচাড়া দিয়েছে আতঙ্ক, উদ্বেগ। এরমধ্যেই এইভাবে একই পরিবারের ছয় সদস্যের রহস্য মৃত্যুর ঘটনা উত্তেজনা আরও বাড়িয়েছে। তবে এই হত্যা নিছকই আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোন রহস্য তা এখনো স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =