তারে ছিল ২৫ হাজার ভোল্ট! ঝলসে ৬ জনের মৃত্যুতে স্তব্ধ ট্রেন পরিষেবা

তারে ছিল ২৫ হাজার ভোল্ট! ঝলসে ৬ জনের মৃত্যুতে স্তব্ধ ট্রেন পরিষেবা

ধানবাদ: আচমকাই থমকে গেল হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন পরিষেবা। কারণটা খুবই মর্মান্তিক। রেলের ওভারহেড তারে কাজ করতে গিয়ে ঝলসে গেল ৬টি দেহ। সকলেই ঘটনাস্থলেই মৃত। এর ফলেই ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এক্সপ্রেস থেকে লোকাল, সব ট্রেনই আপাতত বন্ধ এই রুটে। 

জানা গিয়েছে, কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে এই ঘটনা ঘটেছে। ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে সকাল থেকে কাজ করছিলেন বেশ কয়েকজন বিদ্যুৎ কর্মী। সেই সময়ই হঠাৎ হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান ৬ জন। বাকি অনেকেই আহত হয়েছেন গুরুতরভাবে। কিন্তু ঠিক কী ভাবে এই ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, কাজের সময় অসাধানতাবশত দুর্ঘটনা ঘটে। তাতেই এই বিপত্তি। রেলের তরফে জানান হয়েছে, আপাতত ওই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।