BREAKING: ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের, দেখুন তালিকা

BREAKING: ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের, দেখুন তালিকা

d0f24427cc8d414ef65d44048992d7c7

 

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাত আবহে এবার চিনা সংস্থার তৈরি একাধিক এক নিষিদ্ধ করল কেন্দ্র৷ জাতীয় সুরক্ষার কারণ দেখিয়ে চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

চিনের তৈরি ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র৷ নিষিদ্ধ করা হয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার৷ তালিকায় হ্যালো, ভিমেট৷ নিষিদ্ধ করা হল ক্লিন মাস্টার, এমআই ভিডিও কল, জেন্ডার, ক্যাম স্ক্যানার, লাইকি, নিউজ ডগ নিষিদ্ধ করা হচ্ছে৷ একাধিক অ্যাপস নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র৷

কেন্দ্রের তরফে ৫৯টি চিনা অ্যাপের তালিকা প্রকাশ করা হয়েছে৷ তার মধ্যে শীর্ষে রয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, ইউডি ব্যাটারি সার্ভার, হ্যালো, লাইকি, ইউ ক্যান মেকআপ, সিএম ব্রাউজার, ভাইরাস স্ক্যানার, ক্লাব ফ্যাক্টরি, নিউজডগ, ব্যাটারি প্লাস, উইচ্যাট, ইউসি নিউজ, কিউকিউ মেল, জেন্ডার, কিউকিউ মিউজিক, কিউকিউ নিউজ ফিড, বিগো লাইভ, মেল মাস্টার, ভিগো ভিডিও, ইউডি রেকর্ডার, ইউসি ব্রাউজার-সহ আরও বেশ কয়েকটি অ্যাপ৷

যদিও এর আগে পিআইবির তরফে জানানো হয়েছিল, কোনও চিনা অ্যাপস নিষিদ্ধ করার পরিকল্পনা নেই কেন্দ্রের৷ এই মর্মে বিজ্ঞপ্তিও দিয়েছিল তারা৷ এবার সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় স্বার্থে এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ দাবি করা হয়েছে, ব্যবহারকারীদের তথ্যে নজরদারি চালাচ্ছি একাধিক চিনা অ্যাপস৷ এই সমস্ত অ্যাপগুলি ব্যবহার করলে গ্রাহকদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে৷ চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য৷ মূলত এই অভিযোগ তুলে এবার একাধিক চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা করা হল৷