নয়াদিল্লি: প্রতিদিন নতুন রেকর্ড করছে করোনা৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৭.৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ এই সঙ্গীন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানালেন, প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে করোনায় মৃত্যুর হার সারা বিশ্বের নিরিখে সবচেয়ে কম ভারতে৷
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্পেশ্যাল ডিউটি অফিসার রাজেশ ভূষণ বলেন, ‘‘১৩০ কোটির দেশ হওয়া সত্ত্বেও ভারত অন্যান্য দেশের তুলনায় ভালোভাবেই কোভিড-১৯ এর মোকাবিলা করছে৷’’ তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৫৩৮৷ অথচ অন্যান্য দেশে এই সংখ্যা ১৭-১৮ গুণ বেশি৷ ভূষণ আরও বলেন, ‘‘আমাদের দেশে প্রতি ১০ লক্ষে ১৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এমনও কিছু দেশ রয়েছে, যেখানে প্রতি ১০ লক্ষে মৃত্যুর হার ভারতের চেয়ে ৪০ গুণ বেশি৷’’
এদিন মন্ত্রক জানায়, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যত রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫৩ শতাংশ মানুষেরই বয়স ৬০ বছরের বেশি৷ আমাদের দেশে ১৪ বছরের মধ্যে কোভিডে মৃত্যুর হার মাত্র ১ শতাংশ৷ ১৫ থেকে ২৯ বছরের মধ্যে মৃত্যুর হার ৩ শতাংশ, ৩০ থেকে ৪৪ বছরের মধ্যে করোনায় মৃত্যুর হার ১১ শতাংশ, ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে মৃত্যুর হার ৩২ শতাংশ এবং ৬০ থেকে ৭৪ বছরের মধ্যে করোনায় মৃত্যুর হার ৩৯ শতাংশ৷
গোষ্ঠী সংক্রমণ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমস্ত দিক বিবেচনা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আমাদের দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি৷ তবে ছোট ছোট কিছু অঞ্চলে গোষ্ঠী সংক্রমণ হয়েছে৷ কিন্তু তা বিশালাকার ধারণ করেনি৷ অন্যদিকে ভূষণ বলেন, ‘‘গোষ্ঠী সংক্রমণ সম্পর্কে এখনও সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ হু তাদের সদস্য দেশগুলিকে স্থানীয় অবস্থার মূল্যায়নের ভিত্তিতে রিপোর্ট করার কথা জানিয়েছে৷’’