নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীতেও এবার করোনার করাল ছায়া৷ করোনা বিরোধী লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালানো দেশের প্যারা মিলিটারি বাহিনীতে মাথাচারা দিয়েছে কোভিড-১৯৷
বিভিন্ন প্যারা মিলিটারি বাহিনী যেমন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি), সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল পুলিশ ফোর্স (সিআইএসএফ) এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) –এর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় প্যারা মিলিটারি বাহিনীতে করোনা আক্রান্ত ৫০০-রও বেশি জওয়ান৷ এর মধ্যে শুধুমাত্র রাজধানীতেই আক্রান্ত ৪৫০ জন৷ করোনার ছোবলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের৷ এর মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে এক সেনা জনওয়ানের৷
প্যারা মিলিটারি বাহিনী মূলত জম্মু-কাশ্মীর, ভারত-পাক সীমান্ত, ভারত-বাংলাদেশ সীমান্ত বা নকশাল এলাকার মতো সংবেদনশীল অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়৷ কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও সুষ্ঠুভাবে লকডাউন করাতে প্যারা মিলিটারি বাহিনী নামানো হয়৷ দেখা গিয়েছে, করোনা পজেটিভ ৯৫ শতাংশ জওয়ানই করোনা সংকটে আইন শৃঙ্খলা বজায় রাখতে ডিউটি করছিলেন রাজধানীর রাজপথে৷
বর্ডার সিকিউরিটি ফোর্স জানিয়েছে, করোনায় তাঁদের দুই জওয়ানের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত কমপক্ষে ২০০ জন৷ হঠাৎ করেই গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিএসএফ বাহিনীতে৷ এর পরেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সিআরপিএফ৷ গত কয়েক দিনে সিআরপিএফ বাহিনীর মধ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে৷ ১৬২ জন সিআরপিএফ জওয়ানের শরীরে মিলেছে করোনাভাইরাস৷ মৃত্যু হয়েছে একজনের৷ বিদেশ থেকে ফেরা মানুষদের জন্য প্রথম কোয়ারেন্টিন সেন্টার গড়ে তুলেছিল আইটিবিপি বাহিনী৷ এই বাহিনীতেই আক্রান্ত হয়েছেন ৮৫ জন জওয়ান৷
সিআইএসএফ জওয়ানদের রয়েছে প্রধানত দিল্লি মেট্রো এবং বিমানবন্দরের নিরাপত্তার ভার৷ সিআইএসএফ বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৷ মৃত্যু হয়েছে ২ জনের৷ সংক্রমণ ছড়িয়েছে মুম্বই এবং কলকাতায় নিযুক্ত সিআইএসএফ জওয়ানদের মধ্যেও৷ সাধারণ ভারত-নেপাল সীমান্ত প্রহারত এসএসবি বাহিনীতে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম৷ করোনা পজেটিভ ১৭ এসএসবি জওয়ান৷ উল্লেখযোগ্য বিষয় হল, এইন বাহিনীর আক্রান্তরা সকলেই দিল্লিতে নিযুক্ত ছিলেন৷