বৃষ্টি মাথায় ম্যানহোল পাহারা দেওয়া এই মহিলা কে জানেন? লড়াইকে কুর্নিশ

বৃষ্টি মাথায় ম্যানহোল পাহারা দেওয়া এই মহিলা কে জানেন? লড়াইকে কুর্নিশ

মুম্বই: অতিমারী করোনার গ্রাসে থমকে গিয়েছে গোটা বিশ্বের স্বাভাবিক ছন্দ৷ তার মধ্যেই রয়েছে ঝড়, পঙ্গপাল সহ একাধিক অপ্রত্যাশিত ঘটনা৷ করোনা আবহে দুর্যোগের মধ্যেও খোঁজ মিলল মানবিকতার৷ ভাইরাল সাধারণ নাগরিকের দেশ সেবার ভিডিও৷ কিন্তু জানেন, রাস্তায় দাঁড়িয়ে ম্যানহোল  পাহারা দেওয়া মহিলার পরিচয় কী?

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় বৃষ্টির মধ্যেই এক মহিলা ঘণ্টার পর ঘণ্টা ধরে একটি ম্যানহোল পাহারা দিচ্ছেন৷ ম্যানহোল পাহারা? কিন্তু কেন? আপনিও কী এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথমে অনেকেই অবাক হয়েছিলেন৷ না বুঝে জুড়ে দিয়েছিলেন নানান মন্তব্য৷ তবে তা সত্বেও সেই মহিলা ম্যানহোলটি পাহারা দিয়ে গেছেন৷ পরে অবশ্য জানা গিছে, ম্যানহোলের ঢাকনা ছিল খোলা৷ আর সেই খোলা ম্যানহোলে যাতে কোনও অঘটন না ঘটে, তা নিশ্চিত করতে খোলা ম্যানহোলটি পাহারা দিচ্ছিলেন মহিলা৷ সমস্ত যানবাহনকে ইঙ্গিত করে বোঝাচ্ছেন সেখানে ম্যানহোল, পাশ কাটিয়ে যেতে হবে৷

 

এই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মহিলার পরিচয় নিয়ে৷ কে তিনি? এই প্রশ্নের সমাধান করতে গিয়ে অবশ্য জানা গিয়েছে, মহিলার নাম কান্তা মূর্তি৷ গত ৪ আগস্ট এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একটি ভিডিও৷ এই কাজের পর সমাজের বিভিন্ন স্তর থেকে এসেছে প্রশংসা৷

 

সকলেই বলেছেন, এ যেন সাক্ষাৎ ভগবানের দূত৷ তা না হলে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় একাধিক বিপদজনক দুর্ঘটনা ঘটতে পারত৷ কান্তা মূর্তি জানিয়েছেন, তিনি পেশায় একজন ফুল বিক্রেতা৷ ফুল বিক্রি করে তাঁর তিন সন্তানের পড়াশোনার খরচ চালান৷ তাঁর আরও পাঁচটি সন্তান আছে৷ তাঁরা বিবাহিত৷ আর এই পুরো পরিবারে তিনিই একমাত্র অর্থ রোজগার করেন৷ কারণ তাঁর স্বামী শারীরিক ভাবে পিছিয়ে৷ রেল দুর্ঘটনার পর তিনি বিছানায়৷ কান্তা মূর্তির জীবনের এইটুকু ঘটনা শুনেই বহু মানুষ মনে করেছেন, দুর্ঘটনায় যাতে আর কাউর প্রিয়জন না হারিয়ে যায়,  তাই এই উদ্যোগ নিয়েছেন কান্তা মূর্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =