বউ চাই, বউ! ‘বারাত’ নিয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়ছে ৫০ যুবক

বউ চাই, বউ! ‘বারাত’ নিয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়ছে ৫০ যুবক

15991efc560bfc3dd7f9cad6074dd3a6

মুম্বই: ‘ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে…’ গানের এই লাইনটি নিশ্চয়ই সকলের মনে আছে। গানটিও যে বেশ জনপ্রিয় তা বলাই বাহুল্য। এই বিষয়টিই কার্যত ফুটে উঠেছিল মহারাষ্ট্রের রাস্তায়। ৫০ জন অবিবাহিত যুবক বরের বেশে, ঘোড়ায় চড়ে মূলত ‘বউ চাই, বউ’ দাবি তুলেই অভিনব প্রতিবাদ দেখিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল, কেন? ঠিক কী এমন ঘটনা ঘটল যাতে এমনভাবে প্রতিবাদ দেখাতে হল? আপাত দৃষ্টিতে বিষয়টি মজাদার মনে হলেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোকিত করছে।

আরও পড়ুন- ডনেৎস্কে প্রত্যাঘাত, ইউক্রেন সেনার গোলায় বর্ষণে গুরুতর জখম রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী!

মহারাষ্ট্রের এই ৫০ জন অবিবাহিত যুবক আদতে রাজ্যের নারী-পুরুষ লিঙ্গ অনুপাতের ব্যবধান সম্পর্কে আমল দিতে চেয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, লিঙ্গ অসাম্য এইভাবে চলতে থাকলে পরে অবিবাহিত পুরুষরা বিয়ে করার জন্য কোনও মেয়ে পাবেন না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই অভিনব পথ বেছে নিয়েছেন তাঁরা। আর বিষয় নিয়ে সরকারের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। যে মিছিল তাঁরা বের করেছিলেন তার সামনে ব্যানারে লেখা ছিল ‘বরকণে মোর্চা’। এই মিছিলের মাধ্যেমে তারা শিশু জন্মের আগে তাঁর লিঙ্গ পরীক্ষার ইস্যুর বিরুদ্ধেও সরব হয়েছে। দাবি তোলা হয়েছে, যাবতীয় আইনি ব্যবস্থা নিয়ে এই কাজ বন্ধ করতে হবে সরকারকে।

ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের (২০১৯-২১) পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রে  প্রতি ১০০০ জন পুরুষে মহিলার সংখ্যা ৯২০ জন। এই অবস্থায় দাঁড়িয়ে অনেক পুরুষ বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না। অনেকের এও দাবি, বিয়ের প্রস্তাব আসলেও চাকরি না করার কারণে বা, অল্প বেতনের চাকরির কারণে অথবা গ্রামে বাড়ি হওয়ার কারণে কেউ বিয়ে করতে চাইছে না। এতে সমস্যা আরও বাড়ছে। তাই পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম হওয়ায় সমস্যা আরও গভীর হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *