শিমলা: লাগাতার বৃষ্টি, বন্যা পরিস্থিতির জেরে যেন তছনছ হয়ে গিয়েছে হিমাচল প্রদেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাই আটকে পড়েছিলেন বহু সংখ্যক পর্যটক, হাজার হাজার পুণ্যার্থী। তবে শেষ কয়েক দিন ধরে টানা উদ্ধারকাজ চালানো হয়েছে রাজ্যজুড়ে। শেষ ৪৮ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। তিনি এও জানিয়েছেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের একাধিক অংশ এখন প্রায় বিচ্ছিন্ন। ধস নামার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু জায়গায়। আবার জল সরবরাহও ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক, পুণ্যার্থী সকলেই কার্যত বিপর্যস্ত হয়েছেন। কিন্তু এক দফায় এত মানুষকে উদ্ধার করার খবর আসায় সকলে আশ্বস্ত হচ্ছেন। যদিও টানা বৃষ্টির জেরে বহু জায়গায় শেষ কয়েক ঘণ্টায় উদ্ধারকাজ আটকে গিয়েছিল। যোগাযোগ ব্যবস্থাও অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু এখন দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে।
কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে হড়পা বান পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচলে প্রদেশে। নদীগর্ভে একের পর এক বাড়ি তলিয়ে যেতেও দেখা গিয়েছে একাধিক ভিডিওতে। এমনও ভিডিও দেখা গিয়েছে যে, জোলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়িও। তাই কিছুদিন আগেই রাজ্যে লাল সতর্কতা জারি হয়েছিল।