নাড়ির টান! একলা বিমানে চেপে মায়ের কাছে ফিরল ৫ বছরের খুদে

নাড়ির টান! একলা বিমানে চেপে মায়ের কাছে ফিরল ৫ বছরের খুদে

নয়াদিল্লি:  এ যেন কোনও সিনেমার চিত্রনাট্য৷ তিন মাস পর মায়ের কোলে ফিরতে একাই কয়েক হাজার মাইল পথ পাড়ি দিল ৫ বছরের ছেলে৷ দিল্লি থেকে একাকী বিমানে চেপে বেঙ্গালুরু পৌঁছল এই খুদে৷ 

সোমবার থেকেই ফের দেশের অভ্যন্তরে পাখা মেলেছে বিমান৷ পরিষেবা চালু হতেই মায়ের কাছে ফিরতে মরিয়া হয়ে ওঠে সে৷ তাই একাই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় ছোট্ট বিহান৷ আর সোমবার মা-ছেলের মিলনে কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানে লেখা হল এক নতুন কাহিনী৷

আচমকা লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়েছিল বিহান৷  তিনমাস পর দিল্লি-বেঙ্গালুরু উড়ান চালু হতে একাই বিমান সফর করে সে পোঁছল তার মায়ের কাছে৷ ‘স্পেশাল ক্যাটাগরি’ প্যাসেঞ্জারের তকমা নিয়েই এতটা পথ সফর করে সে৷ তিন মাস পর ছেলেকে বুকে জড়িয়ে ধরে বেজায় খুশি তাঁর মা৷ বিহানের মা সংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘ আমার ৫ বছরের ছেলে বিহান শর্মা একাই দিল্লি থেকে বেঙ্গালুরুতে এসেছে৷ তিনমাস পর ওকে দেখতে পেলাম আমরা৷’’

এখনও পর্যন্ত কেম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ফ্লাইট এসেছে৷ বিমানে আসা যাত্রীদের জন্য একগুচ্ছ নিয়ম চালু করেছে কর্ণাটক সরকার৷ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে লকডাউন৷ তবে চতুর্থ পর্বের লকডাউনে ছাড় মিলেছে অন্তর্দেশীয় বিমান চলাচলে৷ ঘরে ফিরতে শুরু করেছে ভিন রাজ্যে আটকে পাড়া মানুষ৷ এমন ভাবেই মায়ের কোল আলো করে ফিরল তাঁর ৫ বছরের সন্তান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *