Aajbikel

বাংলার নিয়োগ দুর্নীতির মাঝেই মধ্যপ্রদেশে ভ্যাপম-কাণ্ডে ৫ জনের জেল

 | 
জেল

ইন্দোর: বাংলায় যখন নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, তখন মধ্যপ্রদেশের ভ্যাপম কেলেঙ্কারিতে পাঁচ জনকে অভিযুক্ত করল ইন্দোর আদালত। ২০১৩ সালের মধ্যপ্রদেশ সরকারের ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল বা ভ্যাপমের দুর্নীতি, যার বীজ অনেক গভীরে। সেই দুর্নীতিকাণ্ডের একটি মামলায় পাঁচ জনকে অভিযুক্ত করল ইন্দোর আদালত। পাঁচ অভিযুক্তই বিহারের, যারা টাকার বদলে পরীক্ষার্থীদের পর্যাপ্ত নম্বর পাইয়ে দেওয়ার কাজটা করেছিল। সেই পাঁচ অভিযুক্তদের নাম যথাক্রমে- রবীন্দ্র কুমার,বিক্রান্ত কুমার, রামচিত্রা যাতভ, রাকেশ খান্না, ব্রজেশ। মধ্যপ্রদেশ এক্সামিনেশন রেকগনিশন অ্যাক্ট এর আওতায় সিবিআই তদন্তের ভিত্তিতেই এই রায় আদালতের।


মধ্যপ্রদেশের ভ্যাপম দুর্নীতির সঠিক তদন্ত ঘিরে বিতর্ক চলছেই। প্রশ্ন উঠেছে, যখন বাংলার দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার একের পর এক তদন্ত চলছে, তখন কেন ভ্যাপম দুর্নীতি নিয়ে ভাবা হচ্ছে না। ২০১৩ সালের মারাত্মক এই দুর্নীতিস যেখানে বলা হচ্ছে ভারতে এত বড় দুর্নীতি বিরল। ভ্যাপম কেলেঙ্কারি হল বিভিন্ন সরকারি চাকরি, উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে মেডিক্যাল কলেজে ভর্তির পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা দুর্নীতির জট। এই দুর্নীতি কাণ্ড ঘিরে অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানাচ্ছে স্টেটাস রিপোর্ট। নিহতদের প্রাথমিক তদন্তে আত্মহত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে, পরবর্তীতে বলা হয়, আত্মহত্যা নয় খুন করা হয়েছে। এখনও পর্যন্ত ভ্যাপম দুর্নীতি গ্রেফতার হয়েছে অন্তত ২০০০ জনের বেশি।

Around The Web

Trending News

You May like