নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ৷ চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় ত্রস্ত গোটা বিশ্ব৷ আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে ভারতের আকাশেও৷ এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কথায় উদ্বেগে কর্ণাটক৷ সতর্ক করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে দক্ষিণের এই রাজ্যে শীর্ষে পৌঁছবে করোনার চতুর্থ ঢেউ৷ সেপ্টেম্বর পর্যন্ত এর রেশ বজায় থাকবে৷ আইআইটি কানপুরের একটি রিপোর্টের ভিত্তিতে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন- বিয়ের আসর যেন ‘রণক্ষেত্র’! একে অপরকে সপাটে চড় কষিয়ে ভাইরাল বর-বধূ
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এর আগেও আইআইটি কানপুর করোনার গত তিনটি ঢেউ প্রসঙ্গে তথ্য প্রকাশ করেছিল৷ বৈজ্ঞানিক ভিত্তির উপর তৈরি সেই সকল তথ্য হুবহু মিলে গিয়েছে। এবারও তেমনটাই হবে বলে তাঁর অনুমান৷ কে সুধাকরের কথায়, “কোভিডকে সঙ্গে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। টিকাকরণের পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়ার মতো নিয়মগুলো মেন চলতে হবে৷”
শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনার প্রাদুর্ভাব৷ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি চতুর্থ ঢেউয়ের দোরগোড়ার দাঁড়িয়ে বিশ্ববাসী? এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘‘নতুন করে বিশ্বে করোনা সংক্রমণ কতটা ছড়াচ্ছে সেই সম্পর্কে সে ভাবে কোনও তথ্যই আমাদের হাতে নেই। আমরা এই বিষয়ে একপ্রকার ‘অন্ধকারে’ রয়েছি। কারণ বহু দেশ করোনা টেস্ট বন্ধ করে দিয়েছে৷ ফলে সঠিক ভাবে পরিসংখ্যান ধরা দিচ্ছে না৷’’
হু প্রধানের কথায়, করোনা গতি হারাতেই বহু দেশ বিধি নিষেধ শিথিল করে দিয়েছে৷ কিন্তু, ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রাথমিক বিধিনিষেধ কোনও ভাবেই সরিয়ে নেওয়া যাবে না। সুরক্ষার সামান্যতম খামতিও বড়সড় বিপদ ডেকে আনতে পারে৷ তাঁর কথায়, করোনা শেষ হতে এখনও বহু সময় বাকি রয়েছে৷
এদিকে, চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ ভারতেও বিভিন্ন শহরে সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী৷ গত ২৪ ঘণ্টায় ভারতে নতু করে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৯২৭ জন৷ যদিও স্বস্তির বিষয় হল, এই ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৫২জন৷
মঙ্গলবার দেশে ২,৪৮৩টি কোভিড কেস ধরা পড়ে৷ যা ফলে গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১৫,৬৩৬ থেকে বেড়ে হয়েছে ১৬,২৭৯। দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২ জনের৷ যা নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৩,৬৫৪।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>