কর্ণাটক, গুজরাতের পর মুম্বই, চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল দেশে

কর্ণাটক, গুজরাতের পর মুম্বই, চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল দেশে

মুম্বই:  ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল ভারতে৷ কর্নাটক, গুজরাতের পর ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মহারাষ্ট্রের মুম্বইয়ে৷ সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ওই আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্রের ডোম্বিবলীর বাসিন্দা৷ বয়স ৩৩৷ জানা গিয়েছে, নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই ও দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে আসেন তিনি৷ কোভিড পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরই তাঁকে কল্যাণ-ডোম্বিবলীর কোভিড কেয়ার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি৷ 

আরও পড়ুন- উত্তরপ্রদেশে মমতাকে ‘স্বাগত’ জানালেন অখিলেশ, কংগ্রেসকে নিলেন একহাত

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি পেশায় মেরিন ইঞ্জিনিয়র। কর্মসূত্রেই মাসের পর মাস সমুদ্রে কাটাতে হয় তাঁকে৷ ফলে কোভিডের টিকাও নিতে পারেননি তিনি৷ ২৪ নভেম্বর মুম্বই পৌঁছন তিনি৷ সেই সময় তাঁর হালকা জ্বর আসে৷ কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ হয়৷ তার পরেই দেখা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত। তিনি যে বিমানে দিল্লি থেকে মুম্বই এসেছিলেন, ওই বিমানের আরও ২৫ জন যাত্রীর কোভিড পরীক্ষা করানো হয়৷ যদিও তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ 

দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে কর্নাটকে৷ ৬৬ বছরের এক বৃদ্ধ এবং ৪৬ বছরের এক মহিলা ওমিক্রনে আক্রান্ত হন৷ এর পর গত শনিবার গুজরাতের জামনগরে এক ব্যক্তির শরীরে ওমিক্রমের হদিশ মেলে৷ তিনি জিম্বাবোয়ে থেকে গুজরাতে ফিরেছিলেন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − ten =