অপেক্ষার দেড় বছর, জম্মু-কাশ্মীরে ফের চালু ৪জি ইন্টারনেট

অপেক্ষার দেড় বছর, জম্মু-কাশ্মীরে ফের চালু ৪জি ইন্টারনেট

 

জম্মু ও কাশ্মীর: ২০১৯ সালের ৫ অগাস্ট যখন জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিলোপ করা হয় ৩৭০ ধারা, তার পরবর্তী সময় থেকে অশান্তির আশঙ্কায় গোটা ভূস্বর্গ জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। পরবর্তী ক্ষেত্রে ২ জি পরিষেবা চালু হলেও সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত ছিল ভূস্বর্গের মানুষ। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে জম্মু এবং কাশ্মীরে চালু হল ৪ জি ইন্টারনেট পরিষেবা। শুক্রবার মধ্যরাত থেকেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। 

জম্মু এবং কাশ্মীরের প্রশাসনিক সচিব রোহিত কানাসাল ঘোষণা করেছেন, ভেরিফিকেশনের পরেই এই ইন্টারনেট পরিষেবা পাবেন প্রিপেইড সিম কার্ড ব্যবহারকারীরা। একই নিয়ম প্রযোজ্য পোষ্ট পেইড ব্যবহারকারীদের জন্য। তিনি জানাচ্ছেন, বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অবশেষে। এই ঘোষণায় স্বভাবতই খুশির আমেজ ভূস্বর্গ জুড়ে। ইন্টারনেট পরিষেবা পুরোদমে চালু হওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি লিখেছেন, “বেটার লেট দ্যান নেভার”। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ২ জি ইন্টারনেট পরিষেবা চালু হয় জম্মু-কাশ্মীরের সংশ্লিষ্ট কিছু অঞ্চল জুড়ে। কিন্তু গোটা জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। লো-স্পিড ইন্টারনেট চালু হলেও, হাইস্পিড ইন্টারনেট পরিষেবা চালু হতে অপেক্ষা করতে হয়।

ভূ-স্বর্গে ইন্টারনেট পরিষেবা চালু না হওয়ার প্রসঙ্গে ব্যাপক ক্ষোভ জন্ম দিয়ে থাকে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ পর্যন্ত চাওয়া হয় দ্রুত। অভিযোগ তোলা হয়, ভূস্বর্গের যারা পড়ুয়া এবং ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে প্রচন্ডভাবে। সেই প্রেক্ষিতে ইন্টারনেট পরিষেবা চালু আবেদন আরো জোরালো হতে থাকে। তবে অবশেষে দেড় বছর পর পুরোদমে ৪ জি ইন্টারনেট পরিষেবা পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। প্রসঙ্গত, এর আগে গত বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের পর জম্মু ও কাশ্মীরের একটি করে জেলায় পরীক্ষামূলকভাবে ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছিল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + fourteen =