স্বাধীনতা দিবসের পর থেকেই উপত্যকার ফিরছে 4G ইন্টারনেট

স্বাধীনতা দিবসের পর থেকেই উপত্যকার ফিরছে 4G ইন্টারনেট

 

শ্রীনগর:  দীর্ঘ এক বছর পর ৪জি ইন্টারনেট পরিষেবা ফিরতে চলেছে উপত্যকায়৷ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের পর জম্মু ও কাশ্মীরের একটি করে জেলায় পরীক্ষামূলকভাবে ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র৷ 

আরও পড়ুন- তখনও শরীর ছিল হলুদ! অ্যম্বুলেন্সেও কি জীবিত ছিলেন সুশান্ত? বিস্ফোরক চালক

এ দিন বিচারপতি এনভি রামনের নেতৃত্বাধীন বেঞ্চকে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল জানান, জম্মু-কাশ্মীর উপত্যকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষ কমিটি’র দেওয়া রিপোর্টের ভিত্তিতে আগামী ১৬ অগাস্ট থেকে কিছু নির্দিষ্ট অঞ্চলে ৪জি পরিষেবা চালু করা হবে৷ ২ মাস পর সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার৷ প্রসঙ্গত, গত মে মাসেই জম্মু-কাশ্মীরে ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করার ব্যাপারে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ 

আরও পড়ুন- ছারখার ব্যক্তি জীবন, আমাকে মুক্তি দিন! সুপ্রিম কোর্টে আর্জি রিয়ার

 

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার পর থেকেই অশান্তি এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ভূস্বর্গে৷ এর পর লো-স্পিড ইন্টারনেট চালু হলেও, হাইস্পিড ইন্টারনেট পরিষেবা এখনও অমিল সেখানে৷ একাধিক বিধি নিষেধের মধ্যে চলতি বছর ২৫ জানুয়ারি থেকে চালু হয়েছিল ইন্টারনেট পরিষেবা৷ এবার জম্মু ও কাশ্মীরে একটি করে জেলায় ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ তবে সীমান্তবর্তী এলাকায় এখনই এই পরিষেবা চালু করা যাবে না৷ কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টকে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল জানান, আপাতত পরীক্ষামূলকভাবে জম্মু ও কাশ্মীরের কিছু কিছু এলাকায় হাই স্পিড ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ৩০ সেপ্টম্বর পর্যন্ত ট্রেন চলবে না, এটা ঠিক নয়: রেল মন্ত্রক

কাশ্মীর উপত্যকায় ৪জি ইন্টারনেট পরিষেবা চালু নিয়ে একটি পিটিশনের শুনানির সময় কেন্দ্রকে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছিল, জম্মু-কাশ্মীরের কিছু নির্দিষ্ট জায়গায় হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করা যায়৷ এদিন  কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল বলেন, '৪জি পরিষেবা নিয়ন্ত্রণের জেরে চিকিত্সাা ব্যবস্থা, শিক্ষা বা ব্যবসায়ে কোনও অসুবিধা হচ্ছে না৷ বর্তমানে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এমনই যে, সব জায়গায় হাই-স্পিড ইন্টারনেট চালু করা যাবে না৷'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *