করোনা আক্রান্ত ভারতের যুব সমাজ, সংক্রমণ সর্বাধিক: স্বাস্থ্যমন্ত্রক

করোনা আক্রান্ত ভারতের যুব সমাজ, সংক্রমণ সর্বাধিক: স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি: গোটা ভারতজুড়ে লাফিয়ে বাড়ছে কারোনা৷ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে৷ এখনো পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ২৯০২ জন৷ গত ২৪ ঘণ্টায় ৬০১ থেকে আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৪ জন৷ করোনা সংক্রান্ত আরও চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ জানানো হয়েছে, ভারতে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি যুবসমাজের মধ্যেই৷

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান বলছে, ২০ বছর বয়স পর্যন্ত ভারতে করোনা সংক্রমণের হার ৯ শতাংশ৷ ২১ থেকে ৪০ বছর পর্যন্ত সংক্রমণের হার ৪২ শতাংশ৷ ৪১ থেকে ৬০ বছর পর্যন্ত সংক্রমণের হার ৩৩ শতাংশ৷ ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের হার ১৭ শতাংশ৷ কিন্তু এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যেই করোনা সংক্রমণের হার বেশি৷ মৃত্যুর হারও বেশি৷ কিন্তু সাম্প্রতিককালে ভারতের করোনা আক্রান্ত তথ্য দেখে চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

কিন্তু, যুব সমাজের মধ্য কেন এত সংক্রমণের হার? চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে ভারতের মোট জনসংখ্যার গড় বয়স ২৯৷ ফলে ভারতীয় জনসংখ্যার সিংহভাগ ২৯ বছরের আশেপাশে৷ ভারতে মধ্যবয়স্ক বেশি জনসংখ্যা৷ ফলে তাদের মধ্যেই সবথেকে বেশি করোনা প্রভাব ফেলেছে৷ অন্য দেশের ক্ষেত্রে, সেই দেশের গড় বয়স অনুযায়ী সংক্রমণ ছড়িয়েছে৷ ফলে, ভারতের যুব সমাজের মধ্যে বেশি প্রবণতা দেখা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + nineteen =