শিশুদের শরীরে থাবা বসাচ্ছে করোনা, গত দু’মাসে আক্রান্ত প্রায় ৪০ হাজার!

শিশুদের শরীরে থাবা বসাচ্ছে করোনা, গত দু’মাসে আক্রান্ত প্রায় ৪০ হাজার!

 
নয়াদিল্লি: গত দু’মাসে প্রায় ৪০ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে৷ এই তথ্য প্রকাশ পেতেই আরও চিন্তায় কর্ণাটক সরকার৷

একটি দৈনিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে উদ্বেগের বিষয়টি হল শিশুরাও এবার করোনা পজিটিভ হতে শুরু করেছে৷ শুধুমাত্র কর্ণাটকে গত দু’মাসে ৯ বছরের কম বয়সি প্রায় ৪০ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে৷ কর্ণাটকে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে বেশ চিন্তায় প্রশাসন৷ রিপোর্টের তথ্য অনুযায়ী, ০-৯ বছরের ৩৯,৮৪৬ শিশু করোনায় আক্রান্ত, ১০-১৯ বছরের মধ্যে ১,০৫,০৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ গত বছর করোনার প্রথম ঢেউয়ের তুলনায় এবার দ্বিতীয় ঢেউয়ে  শিশুরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে৷ ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে এই ভাইরাস শিশুদের মধ্যে সংক্রমিত হচ্ছে৷

লেডি কার্জন হাসপাতালের চিকিৎসক শ্রীনিভাস জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ বেশ ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলেছে৷ এবছর দ্বিতীয় ঢেউয়ে নতুন বিষয় হল, কেউ করোনায় আক্রান্ত হলে তার দু’দিনের মধ্যে বাড়ির অন্যান্য সদস্যরাও কোভেড ১৯-এ আক্রান্ত হচ্ছেন ৷ এমনকি সংক্রমণের হাত থেকে ছাড় পাচ্ছে বাড়ির বাচ্চারাও৷ চিকিৎসক চন্দ্রশেখর জানিয়েছেন, বাচ্চারা করোনা পজিটিভ হলেও, তাদের মধ্যে অনেক বেশি প্রভাব পড়ে না৷ ফলে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতিও তৈরি হয় না৷ ১০ জনের মধ্যে একজনকে অবশ্য হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে৷

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে রাজধানী দিল্লিতে। তবে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। সেখানে অনেক সংখ্যায় শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কার বাণীও আগেই জানা গিয়েছে৷ তা ঠেকাতেও আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন তথা দেশ। তবে এরই মধ্যে শুধু কর্ণাটকেই দ্বিতীয় ঢেউয়ে ৪০ হাজার বাচ্চার করোনা আক্রান্তের খবর চিন্তায় ফেলেছে প্রশাসনকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *