জম্মুর টোল প্লাজায় এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, চলছে চিরুনি তল্লাশি

জম্মুর টোল প্লাজায় এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, চলছে চিরুনি তল্লাশি

শ্রীনগর:  জম্মুর নাগরোটা জেলায় এনকাউন্টারে খতম চার জঙ্গি৷ বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর হাইওয়ের উপর বান টোল প্লাজার কাছে শুরু হয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই৷ এখন চলছে সংঘর্ষ৷ এই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে আগে থেকেই নাকা চেকিং চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী৷ এনকাউন্টার শুরু হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় জম্ম-শ্রীনগর  হাইওয়ে৷ জঙ্গিদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন এক জওয়ান৷ তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল৷ 

আরও পড়ুন- হাড় কাঁপানো ঠাণ্ডায় লাদাখ সীমান্তে মোতায়েন সেনার জন্য গরম তাবু, থাকছে আরও সুবিধা

এদিন সকালে বান টোল প্লাজায় নিরাপত্তাবাহিনী যখন নাকা চেকিং চালাচ্ছিল, তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি৷ ভোর ৫টার সময় শুরু হয় এনকাউন্টার৷ একটি ট্রাকে চেপে কাশ্মীর উপত্যকার দিকে যাচ্ছিল ওই জঙ্গির দল৷ টোল প্লাজার কাছে তাদের ট্রাক আটকাতেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও৷ সঙ্গে সঙ্গে ট্রাকটিকে ঘিরে ফেলা হয়৷ চার জঙ্গির মৃত্যুর খবর মিলেছে৷ আশেপাশের জঙ্গলেও চলছে তল্লাশি৷ ওই ট্রাক থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে৷ কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা৷ 

অন্যদিকে বুধবার সন্ধ্যায় পুলওয়ামায় গ্রেনেড হামলায় জখম হয়েছেন ১২ জন সাধারণ নাগরিক৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার চক কাকাপোরা এলাকায় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করেই গ্রেনেড ছুড়েছিল জঙ্গিরা৷ কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং রাস্তার উপরেই ফেটে যায়৷ আহত হন ১২ জন নিরীহ নাগরিক৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর পরেই গোটা এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি৷  এক পুলিশ কর্তা জানান, কাকপোরা এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়৷ 

আরও পড়ুন- লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, হতে পারে পাঁচ বছরের জেল

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের সোফিয়া জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছিল দুই আল-বাদর জঙ্গির৷ তাদের আত্মসমর্পনের সুযোগ দেওয়া হয়েছিল৷ কিন্তু তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে৷ নিরাপত্তারক্ষীর পাল্টা গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − five =