ভয়াবহ! চার মাসের শিশুকে বহুতল থেকে ছুঁড়ে ফেলল বানর সেনা

ভয়াবহ! চার মাসের শিশুকে বহুতল থেকে ছুঁড়ে ফেলল বানর সেনা

96c07daa580d3774265cf231b2a02a58

বরেলি: খাবারের সন্ধানে সম্প্রতি উত্তরপ্রদেশের বরেলিতে বানর সেনার উপদ্রপ কার্যত লাফিয়ে বেড়েছে। প্রায় প্রত্যেকদিনই ওই এলাকায় কোনো না কোনো অঘটন ঘটাচ্ছে এই বাঁদরের দল। এমতাবস্থায় জানা যাচ্ছে বরেলির একটি বহুতল থেকে চার মাসের এক শিশুকে ছুঁড়ে ফেলে হত্যা করেছে বাঁদরের একটি দল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। বনদপ্তর সূত্রে খবর, শুক্রবার বিকেলে উত্তরপ্রদেশের বরেলির দুনকা গ্রামের একটি তিনতলা বাড়ি থেকে ওই শিশুটিকে ছুড়ে ফেলে ওই বাঁদরের দল। এই ঘটনায় শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। রবিবার বনদপ্তরের তরফ থেকে এই খবরটি প্রকাশ্যে আনা হয়েছে  এবং জানানো হয়েছে সম্প্রতি কি কারণে ওই বানরের দল এমন হিংস্র হয়ে উঠল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছেন বনদপ্তরের আধিকারিকরা।

 এই ঘটনা প্রসঙ্গে বরেলির বন কর্মকর্তা ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। বন দপ্তরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান তিনি। জানা গিয়েছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। গত শুক্রবার সন্ধ্যাবেলায় তিনি এবং তাঁর স্ত্রী চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। তখনই এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। কিন্তু তাতেই ক্ষেপে গিয়ে তাঁরা ওই দম্পতিকে ঘিরে ধরে। সেই সময় বাচ্চাটিকে কোলে নিয়ে কোনওমতে সিঁড়ি দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন নির্দেশ। কিন্তু তাড়াহুড়োতে শিশুটি তার হাত থেকে পড়ে যায়। নির্দেশ তাকে তোলার আগেই শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তারপর ছাদ থেকে নীচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুনকা গ্রামে। অন্যদিকে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষেপে উঠেছেন গ্রামবাসীরাও। ফলে তারাও ওই বাঁদর দলটির উপর বেশ কয়েকবার চড়াও হয়েছেন বলে খবর। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ওই বাঁদর দলটিকে ধরার চেষ্টা শুরু করেছে বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *