Four Migrants
বেঙ্গালুরু: পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে কতজন ভিন্ন রাজ্যে কাজ করেন তা বলা কঠিন। তবে এটুকু বলাই যায়, লক্ষ লক্ষ বাংলার মানুষ আপাতত পেটের দায় অন্যান্য রাজ্যে আছেন। তবে সেখানে কাজ করতে গিয়ে তারা যে ভীষণ সুখি এমনটা নয়। পেট চালাতে কাজ করে খেতে অনেক কাঠ-খড় পোড়াতে হয় তাদের। কিন্তু এভাবেই যে কত প্রাণ শেষ হয়ে যায় তার প্রমাণ দিল বেঙ্গালুরু। একসঙ্গে মৃত্যু হল বাংলার ৪ জন পরিযায়ী শ্রমিকের। ‘মশা মারার ধূপ’ দিয়ে শোয়াই কাল হল তাদের কাছে।
জানা গিয়েছে, আলিপুরদুয়রের কুমারগ্রাম থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন একই পরিবারের চার সদস্য। তবে এত বড় শহরে থাকার জন্য ভালো কোনও জায়গা না পাওয়ায় ছোট্ট একটি ঘরেই সবাইকে একসঙ্গে থাকতে হত। অস্বাস্থ্যকর পরিবেশ হলেও সেখানে থাকা ছাড়া তাদের কাছে আর কোনও উপায় ছিল না। তবে তারা যেখানে থাকতেন সেখানে মশার খুবই উপদ্রব ছিল। এই কারণে রাতে উনুনে নিমপাতা জ্বালিয়ে শুতেন তারা, যাতে মশা চলে যায়। এখানেই সবথেকে বড় ভুল হল তাদের। দমবন্ধ হয়ে মারা গেলেন চারজনই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মশার কামড় থেকে বাঁচতে কয়লার উনুনে পাতা পোড়ানোর জন্য যে বিষাক্ত ধোঁয়া হয়েছিল তাতেই দম বন্ধ হয়ে যায় তাদের। ঘর থেকে ধোঁয়া বেরনোর কোনও উপায় ছিল না, তাই কার্যত সেটি গ্যাস চেম্বারে পরিণত হয়। ময়নাতদন্তের পর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় চারজনের।