নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ তারপরে ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে দেশের শীর্ষ আদালত৷ আজ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে দেশের সর্বোচ্চ আদালত৷ সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এই রায় ঘোষণা করবে৷ সুপ্রিম কোর্টের এক নম্বর ঘরে হবে রায়দান৷ শুধুমাত্র এই মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত থাকতে পারবেন৷
#TopStory: Supreme Court to pronounce verdict on Ayodhya land dispute matter today. #AyodhyaVerdict pic.twitter.com/vmPyCzoj25
— ANI (@ANI) November 9, 2019
আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি শরদ আরবিন্দ বোবদে, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি আব্দুল নাজিরের সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে৷ এই মামলার প্রধান তিন পক্ষ হল নির্মোহী আখড়া, সুন্নি ওয়াকফ, রামলালা৷ ১৩৪ বছর ধরে চলতে থাকা বিতর্ক আজ অবশেষে মিটতে চলেছে৷