Aajbikel

বিশ্বের দশ দূষিত শহরের তালিকায় ভারতের তিন শহর দিল্লি-মুম্বই-কলকাতা

 | 
দিল্লি দূষণ

 নয়াদিল্লি: দূষিত শহরের তালিকায় বরাবরই প্রথমসারিতে থেকেছে রাজধানী দিল্লি৷ বায়ু দূষণ নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউএয়ার-এর রিপোর্টে উঠে এল আরও চমকে দেওয়া তথ্য৷ দেখা গেল শুধু দিল্লি নয়, বায়ুদূষণে শীর্ষে থাকা বিশ্বের প্রথম ১০টি শহরের মধ্যে রয়েছে ভারতেরই তিন-তিনটি শহর। এই তালিকার চতুর্থ, সপ্তম এবং দশম স্থানে যথাক্রমে রয়েছে দিল্লি, মুম্বই এবং কলকাতা। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারই দূষণ নিয়ে কড়া পদক্ষেপ করেছে শীর্ষ আদালত। দিল্লির পাশাপাশি আরও চারটি রাজ্য- পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানকেও বায়ুদূষণ নিয়ে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। দূষণ রোধে রাজ্যগুলি ঠিক কী কী পদক্ষেপ করছে, তার বিস্তারিত রিপোর্ট জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ৭ নভেম্বর।


আমাদের দেশে মেট্রো শহরগুলির মধ্যে বরাবরই বায়ুদূষণের দিক থেকে শীর্ষে থেকেছে রাজধানী দিল্লি। বিশেষ করে প্রতি বথর শীতে দিল্লির দূষণের মাত্রা বেলাগাম হয়ে পড়ে। এই পরিস্থিতিতে উদ্বেগের সুরে আদালত বলেছে, বায়ুদূষণ এমন পর্যায় পৌঁছেছে যে, দিল্লির মানুষ বাড়ির বাইরে পা রাখতে পারছেন না। কয়েক দশক আগে দিল্লিতে শীতকাল বলে একটি ঋতু ছিল৷ এখন আর নেই৷ 

Around The Web

Trending News

You May like