গার্ডেনরিচে করোনা আক্রান্ত ৩৮ জন সিআইএসএফের জওয়ান!

গার্ডেনরিচে করোনা আক্রান্ত ৩৮ জন সিআইএসএফের জওয়ান!

de380f7f85fe7119732f493c37e7f015

কলকাতা: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে করোনায় ৩৮ জন সিআইএসএফের জওয়ান আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। সোমবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়।

ওই জওয়ানের থেকে বাকিরা সংক্রমিত হতে পারে বলে জানা গিয়েছে। ওই জওয়ান কয়েকদিন ধরেই করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। লালারসের পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। তাঁর অবস্থার ক্রমে অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে মোতায়েন রয়েছেন ৪০০ সিআইএসএফ জওয়ান মোতায়েন রয়েছেন। ভারতীয় নৌসেনার জাহাজ তৈরির অন্যতম ঘাঁটি এটি। করোনায় ভারতে মোট তিন জন সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের পাশাপাশি কলকাতা জাদুঘরে ও মুম্বই বন্দরে কর্মরত সিআইএসএফের জওয়ানের মৃত্যু হবে। ইতিমধ্যে করোনা সংক্রমণের ফলে সিএপিএফ-এর ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। বিএসএফ-এ মৃত্যু হয়েছে ২ জনের। সিআরপিএফ-এ মৃত্যু হয়েছে ১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *