উৎসবের মধ্যেই মিলল স্বস্তি, তিন মাসে প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩৬ হাজারে

উৎসবের মধ্যেই মিলল স্বস্তি, তিন মাসে প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩৬ হাজারে

নয়াদিল্লি: মা দুর্গার বিসর্জনের সঙ্গে সঙ্গেই কি বিদায় নিচ্ছে করোনা? ইঙ্গিত তেমনই৷ জুলাই মাসের পর থেকে এই প্রথম সংক্রমণের হার উল্লেখজনক ভাবে হ্রাস পেল৷ গত ১৮ জুলাই শেষ বার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজারের কম৷ তার পর থেকে ক্রমশ উর্ধ্বমুখী হয়েছে গ্রাফ৷ তবে থেকে এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ৩৬ হাজারের ঘরে পৌঁছল৷ যা কিছুটা হলেও স্বস্তি খবর৷

আরও পড়ুন- ২০১৬-র ইন্দোর-পটনা ট্রেন দুর্ঘটনায় জঙ্গি যোগ! তদন্ত চলছে এনআইএর

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪৬৯ জন৷ যা আগের দিনের তুলনায় ৯ হাজার কম৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের৷ ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৯ হাজার ৫০২ জন৷ তবে সোমবার দেশে মৃতের সংখ্যা ছিল গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। দেশে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭ জন৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২ লক্ষ ১ হাজার ৭০ জন৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার মানুষ৷ যা নতুন করে কোভিড বিদায়ের আশা জাগাচ্ছে৷   

আরও পড়ুন- টানা ৬ মাস বাড়ি ভাড়া না দিয়েও ‘সুপ্রিম’ জয় শিক্ষামন্ত্রীর, বকেয়া প্রায় ১৫ কোটি

গত মাসে দেশে আক্রান্তের হার ছিল সর্বাধিক৷ দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষে পৌঁছেছিল৷ তবে এর পর থেকে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমতে থাকে৷ সোমবার আক্রান্তের সংখ্যা ছিল সবচেয়ে নিম্নমুখী৷ সোমবার কোভিডে মৃত্যুর হার ছিল ১.৫০ শতাংশ৷ যা ২২ মার্চের পর থেকে সবচেয়ে কম৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ওডিশা, অসম এবং কেরল সহ ১৪টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে কোভিডে মৃত্যুর হার ১ শতাংশেরও কম৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + seventeen =