চণ্ডীগড়: গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কী বাত’-এর শততম পর্ব ছিল। সেটিকে চূড়ান্ত সফলতা দিতে কোনও কসুর বাকি রাখেনি কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শিবির। সরকারের তরফে এই পর্ব শোনানোর একাধিক ব্যবস্থা করা হয়েছিল। এভাবেই চণ্ডীগড়ের এক নার্সিং ইনস্টিটিউটেও এই অনুষ্ঠান চালানো হয়েছিল। আর এই অনুষ্ঠানে প্রথম ও তৃতীয় বর্ষের পড়ুয়াদের হাজিরা ছিল বাধ্যতামূলক। তবে সেখানে উপস্থিত না থাকার জন্য ৩৬ জনকে কড়া শাস্তি দিল কলেজ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, নির্দেশ সত্ত্বেও এই অনুষ্ঠানে গরহাজির থাকায় ৩৬ নার্সিং পড়ুয়ার এক সপ্তাহের জন্য হস্টেলের বাইরে বেরোনোর ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। নার্সিং ইনস্টিটিউট পিজিআইএমইআর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। যারা এই শাস্তি পেয়েছেন তাদের মধ্যে ২৮ জন প্রথম বর্ষের ও ৮ জন তৃতীয় বর্ষের পড়ুয়া। বলা হয়েছে, প্রিন্সিপাল নিজে চিঠি দিয়ে এই পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করেছিলেন। কিন্তু তার পরেও এই ৩৬ জন পড়ুয়া সেই নির্দেশ মানেননি। তাই তাদের শাস্তির মুখে পড়তে হয়েছে। যদিও এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না অনেকেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রী হওয়ার আশা পূরণ হল না উদ্ধব ঠাকরের! কিন্তু কেন জানেন?” width=”853″>
ইতিমধ্যে চণ্ডীগড়ের যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্তের সমালোচনা করে তাকে ‘স্বৈরতান্ত্রিক’ বলে তোপ দাগা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস শিবিরের অভিযোগ, প্রশাসনের চাপেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই নার্সিং ইনস্টিটিউটের দাবি, শৃঙ্খলারক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত।