Aajbikel

CRPF কমান্ডো, আয়কর আধিকারিক খুন! অগ্নিগর্ভ মণিপুরে ৩৫৫ ধারা

 | 
manipur

ইম্ফল: চলতি সপ্তাহের গোড়া থেকেই উত্তপ্ত পরিস্থিতি মণিপুরে। মেইতেই জনগোষ্ঠীর তফসিলি উপজাতি পরিচয়ের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থা রাজ্যে। ইতিমধ্যেই একাধিকবার সংঘর্ষ হয়ে গিয়েছে এবং গাড়ি থেকে শুরু করে ঘর-বাড়ি পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি আবার খুনের ঘটনা ঘটল সেখানে। জানা গিয়েছে, এক সিআরপিএফ কমান্ডো এবং এক আয়কর আধিকারিককে খুন করা হয়েছে। আপাতত রাজ্যে জারি হয়েছে ৩৫৫ ধারা। কড়া পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। 

শুক্রবার গভীর রাতে চূড়াচাঁদপুরে গুলি করে খুন করা হয় ওই সিআরপিএফ কমান্ডোকে। তিনি বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের এক আয়কর আধিকারিককেও হত্যা করা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে সিআরপিএফের তরফে ছুটিতে থাকা মণিপুরের জওয়ান ও অফিসারদের সব ছুটি বাতিল করে নিকটবর্তী শিবিরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আর রাজ্যে ৩৫৫ ধারা জারি করে সব নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে অবশ্য সেখানে 'সুট অ্যাট সাইট' অর্ডার দেওয়া হয়েছিল রাজ্যের তরফেই। 

এই অবস্থায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে মণিপুরে। তাই সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে হিংসার ঘটনা বাড়ায় সেনাবাহিনী মণিপুরে দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে। তা হল ০৩৮৬২২৪৯১২২ ও ৮৭৯৮৯৫৯২৫৭। তবে রাজ্যে সংঘর্ষে মৃত্যুর সরকারি হিসাব দেওয়া হয়নি। বেসরকারি মতে সংখ্যাটি ১৬। জখম শতাধিক। 

Around The Web

Trending News

You May like