ভয়ঙ্কর! রাতারাতি ‘নিখোঁজ’ ৩ হাজার করোনা আক্রান্ত রোগী!

ভয়ঙ্কর! রাতারাতি ‘নিখোঁজ’ ৩ হাজার করোনা আক্রান্ত রোগী!

 
বেঙ্গালুরু: এক-দু’জন নয় একসঙ্গে তিন হাজার করোনা আক্রান্ত রোগী উধাও হয়ে গিয়েছেন৷ তবে একসঙ্গে এত রোগী একসঙ্গে উধাও হয়ে যাওয়াটা সত্যি চিন্তার বিষয়৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালারুতে৷ তবে এই প্রথমবার নয়, গত বছরও একই ঘটনা ঘটেছিল এই আইটি হাবেই।

করোনা সংক্রমণের নতুন হটস্পট কর্ণাটকের বেঙ্গালুরু। সেখানেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। অবিরাম কোভিড পরীক্ষা চলছে। কিন্তু তার মধ্যে এই বিপত্তি। প্রায় ৩ হাজার করোনা আক্রান্ত বেপাত্তা। তাঁদের মোবাইল ফোনও অফ করে রেখেছেন, ফলে যোগাযোগ করা যাচ্ছে না৷ এমনকী, বাড়িতে গিয়েও তাঁদের হদিশ মিলছে না। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে কর্ণাটকের প্রতিমন্ত্রী তথা বিপর্যয় মোকাবিলা বোর্ডের ভাইস চেয়ারম্যান আর অশোক জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তিন হাজার রোগী নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। মোবাইলও অফ করে রেখেছেন তাঁরা।

তিনি আরও জানিয়েছেন, অনেকেই ভয়ে মোবাইল অফ করে দিচ্ছেন। এরপর শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ার পর ফোন খুলছেন খবর দিতে৷ তখন তাঁদের আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। হাসপাতালে বেডের সংকট দেখা দিচ্ছে। ওই মন্ত্রী সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন, পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ সঠিক চিকিৎসা হলে অধিকংশ করোনা আক্রান্ত রোগীই সেরে উঠছেন৷। তাই ভয় পেয়ে পালিয়ে যাবেন না। নয়তো এক একজন আক্রান্তকে খুঁজে বের করতে ১০ দিনের বেশি সময় লেগে যাচ্ছে। ততদিনে বহু আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি ঘটছে৷

উল্লেখ্য, কোভিড আগুনে পুড়ছে গোটা দেশ৷ করোনা নামক অতিমারির ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন৷ এমন পরিস্থিতিতেও মানুষের হুঁশ ফিরছে না৷ গা ছাড়া মনোভাব বদলায়নি। যার নমুনা মিলল বেঙ্গালুরুতে। বুধবার সন্ধের সরকারি পরিসংখ্যান বলছে একদিনে কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার। যার মধ্যে ২৯ হাজার মানুষ বেঙ্গালুরুর বাসিন্দা। -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 19 =