করোনা ভয়ে দেশে ফেরা ৩০০ জনের খোঁজ নেই পঞ্জাবে!

করোনা ভয়ে দেশে ফেরা ৩০০ জনের খোঁজ নেই পঞ্জাবে!

অমৃতসর: পঞ্জাবে ৩০০ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না যাঁরা করোনা আক্রান্ত দেশ থেকে এসেছেন। শনিবার পঞ্জাব প্রশাসন একটি রিপোর্ট প্রস্তুত করেছে। সেখানে করোনা আক্রান্ত দেশগুলো থেকে পঞ্জাবে যাঁরা এসেছেন,তাঁদের সকলের নাম- ধাম নথিভুক্ত করা হয়েছে। কিন্তু ৩০০ জনের বেশি এমন নাগরিক রয়েছেন, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পঞ্জাবের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  করোনার উপদ্রব শুরু হওয়ার পর থেকে পঞ্জাবে আক্রান্ত দেশ থেকে আসা বাসিন্দাদের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা থেকে জানা গিয়েছে, ৬৬৯২ জন করোনা আক্রান্ত দেশ থেকে পঞ্জাবে এসেছেন। তাঁদের বিষয়ে অনুসন্ধান করার পর ৬০১১ যাত্রীর সন্ধান পাওয়া গিয়েছে। বাকিরা এই মুহূর্তে কথার রয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা কেমন, এই বিষয়ে পঞ্জাব সরকার কিছুই জানে না বলে বিবৃতে জানানো হয়েছে।

পঞ্জাবে এখনও পর্যন্ত একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। সাত জনকে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তার রিপোর্ট এখনো আসেনি।  এক হাজারের বেশি মানুষকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। কেউ হাসপাতালে  পর্যবেক্ষনে রয়েছেন তো কেউ বাড়িতে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব শনিবার একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে জানানো হয়, ভারতে মোট ৮৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। বহু মানুষকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, এই ৮৪ জনের মধ্যে ১০  জন সুস্থ হয়ে উঠেছেন।  অন্যদিকে পুনের করোনা পরীক্ষাগার থেকে জানানো হয়েছে, শুক্রবার মোট ২৩ জনের নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়েছে। প্রতিটি রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা আতঙ্কে বেশিরভাগ রাজ্যের স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে বন্ধ রাখা হয়েছে শপিংমল, সিনেমা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =