৪৪ হাজার ছাড়াল সোনা, ৩ মাসে সর্বনিম্ন টাকার দাম

৪৪ হাজার ছাড়াল সোনা, ৩ মাসে সর্বনিম্ন টাকার দাম

19155c7d8754486b93c29350c7ea0b35

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রথম দিনেই অবনমন ঘটল শেয়ার বাজারে৷ শেয়ারে পতনের পাশাপাশি সোনার দাম রেকর্ড গড়েছে৷ পড়েছে টাকার দাম৷

শনিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪৩ হাজার টাকা৷ সোমবার বাজার খুলতেই ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫০ টাকা৷ যা রেকর্ড৷ এক ধাক্কায় হাজার টাকা বেড়ে সোনা আরও মহার্ঘ৷ ১০ গ্রাম গহনা সোনার দাম এই মুহূর্তে ৪১,৭৯০ টাকা৷ পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম৷ রুপোর দাম কেজিপ্রতি বেড়েছে দাঁড়িয়েছে ৪৯ হাজার ২০০ টাকা৷

অন্যদিকে, ডলারের তুলনায় টাকার দাম পড়েছে৷ সোনার ঊর্ধ্বগতির কারণে টাকার দাম বেড়েছে৷ কেননা, যখন শেয়ার বাজার টালমাটাল থাকে, তখন সোনার দাম চড়তে শুরু করে৷ কেননা, বাজার খারাপ থাকলে অনেকেই সোনায় বিনিয়োগ করে থাকেন৷ একই সঙ্গে অনেকেই ডলার কিনে রাখেন৷ ফলে, তার প্রভাব পড়ে বাজারে৷

সোমবার ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্য ৩৪ পয়সা কমেছে৷ আজ ডলারের তুলনায় টাকার দাম দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৪ পয়সা৷ গত তিনমাসে এই দাম সর্বনিম্ন৷ আজ সকালে বাজার খোলার সময় ৪৪ পয়েন্ট উঠলেও তা কতক্ষণ টিকবে, সেদিকে তাকিয়ে গোটা দুনিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *