১৬০-এই থামবে বিজেপি, রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানাবে তৃণমূল

কলকাতা: এবারের লোকসভা নির্বাচনে কারা গড়বে সরকার? কতয় থামবে বিজেপি? কারা হবে নির্ণায়ক? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাক্ষাৎকারে দাবি মমতার, লোকসভা নির্বাচনের ফলে ১৬০ আসনেই থামবে বিজেপি৷ নির্ণায়ক শক্তি হবে আঞ্চলিক দল৷ বিজেপি ১৬০ আসনে আটকে গেলে ঐক্যবদ্ধ ভারত গড়তে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সরকার গঠনের দাবি তোলা হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর৷ এদিনের

১৬০-এই থামবে বিজেপি, রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানাবে তৃণমূল

কলকাতা: এবারের লোকসভা নির্বাচনে কারা গড়বে সরকার? কতয় থামবে বিজেপি? কারা হবে নির্ণায়ক? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাক্ষাৎকারে দাবি মমতার, লোকসভা নির্বাচনের ফলে ১৬০ আসনেই থামবে বিজেপি৷ নির্ণায়ক শক্তি হবে আঞ্চলিক দল৷ বিজেপি ১৬০ আসনে আটকে গেলে ঐক্যবদ্ধ ভারত গড়তে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সরকার গঠনের দাবি তোলা হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর৷

এদিনের এই সাক্ষাৎকারে মমতা বলেন, ‘‘এবার কোনও পার্টি ম্যাজিক নম্বর পাবে না৷ এটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে৷ আঞ্চলিক দলগুলি এখন রাজ্যে রাজ্যে শক্তিশালী৷ কংগ্রেস পাঁচ-ছটা রাজ্যে আছে৷ বিজেপি কয়েকটা রাজ্যে আছে৷ বিজেপি আগে যা পেয়েছিল, এবার সেই সিট পাবে না৷ ৬০-৪০ হয়ে যাবে৷ যেখানে আঞ্চলিক দল আছে, সেখানে বিজেপি-কংগ্রেস কেউ কিছুই পাবে না৷ সেখানে আঞ্চলিক দলগুলি পাবে৷ এটাই এখন ট্রেন্ড৷ এই রেজাল্ট এখন কী হতে পারে? একটা হতে পারে, বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হতে পারে, ১২৫-ও হতে পারে, ১৬০-ও হতে পারে৷ তবে, ১৬০-এর বেশি পাবে না বিজেপি৷ কিন্তু, আমাদের চাই ২৭৩টি আসন৷ হইত বিজেপি সরকার গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে৷ রাষ্ট্রপতি হইত বিজেপিকে ডাকবে৷ কিন্তু, সরকার তৈরি করতে ডাকলেও ওরা সরকার তৈরি করতে পারবে না৷ কারণ ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ তার মধ্যে আমরা যেটা করতে পারি, দেখুন সবার সঙ্গে আলোচনা না করে বলাটা এখন ঠিক হবে না৷ কিন্তু, আমি অনেকটা উজ্ঝ রেখেই বলছি, কিছুই না, আমরা যে দলগুলি এক সঙ্গে আছি, যাঁরা আমরা ঐক্যবদ্ধ ভারত গড়তে চাই, তারা আমরা অভিন্ন নূন্যতম কর্মসূচি তৈরি করে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে সরকার গঠনের দাবি জানাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *