নয়াদিল্লি: পাকিস্তান হোক বা চিন, ভারতীয় বায়ুসেনার শক্তি সম্ভারের বৃদ্ধি দেখে ইতিমধ্যেই তাক লেগেছে প্রতিবেশীদের। শক্তিশালী যুদ্ধবিমানের দলে সামিল হয়েছে ফ্রান্সের রাফায়েল। ইতিমধ্যে ১১টি রাফায়েল বিমান ভারতীয় বায়ুসেনার শোভা বৃদ্ধি করছে। আর চলতি মাসেই বাড়তে চলেছে তার সংখ্যা।
আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ ভারতের মাটি ছোঁবে আরো তিনটি রাফায়েল যুদ্ধবিমান, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ফ্রান্সের মাটি থেকে সরাসরি ওই তিন বিমান এসে পৌঁছোবে ভারতে। আগামীকাল সকাল ৭ টায় ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে আরো তিন রাফায়েল। ভারতীয় বায়ুসেনার শক্তি আর শোভা দুইই বৃদ্ধি পাবে এই অত্যাধুনিক রাফায়েল বিমানের আগমনে।
আরও পড়ুন- ‘দেশের জন্য বিপজ্জনক!’ মেহবুবা মুফতিকে দেওয়া হচ্ছে না পাসপোর্ট
জানা গেছে আগামীকাল সুদূর ফ্রান্স থেকে ভারতে আসার সময় মাঝ আকাশেই তেল ভরা হবে রাফায়েল গুলিতে। আর তা ভরতে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরশাহীর বায়ুসেনার ট্যাঙ্কার বিমান। এদিন ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মার্চ বোরডিউক্সের মেরিজনাক এয়ারবেস থেকে সকাল ৭টায় তিনটি রাফালে যুদ্ধবিমান ভারতের উদ্দেশ্যে উড়ান শুরু করবে। সেগুলি গুজরাটে এসে পৌঁছোবে সন্ধ্যা ৭টা নাগাদ। সংযুক্ত আরব আমিরশাহীর বায়ুসেনার ট্যাঙ্কার বিমান এয়ারবাস ৩৩০ রাফায়েল গুলিতে তেল ভরবে।
আসন্ন তিন রাফায়েল যুদ্ধবিমানকেই ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনে সামিল করা হবে বলে জানা গেছে। ৩১ মার্চের পর আগামী মাসে ফ্রান্স থেকে ভারতে আসবে আরো ৯টি রাফায়েল বিমান। বায়ুসেনা সূত্রের খবর, সেই ৯কির মধ্যে ৫টি যুদ্ধবিমান নিয়ে নয়া একটি স্কোয়াড্রন তৈরি করা হবে, যা রাখা হবে আলিপুরদুয়ারের হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, ফ্রান্স থেকে ভারতে আসার কথা মোট ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান। ২০১৬ সালের চুক্তি অনুযায়ী ফ্রান্সের এই অত্যাধুনিক বিমানগুলো কেনে ভারত। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে সবকটি বিমান এসে পৌঁছোবে বলে জানা গেছে।